ডেস্টিনেশন ওয়েডিং কিংবা থিম ওয়েডিং, এই নামগুলো নিশ্চয়ই শুনেই থাকবেন। আজকাল বিয়ের সাজসজ্জা থেকে বর-কনের প্রবেশ সবটাই অনন্য। আর সেই সব অনেক ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। বিয়ের মরশুম শুরু হতেই বিভিন্ন রকম ভিডিয়ো আপনার নজর কাড়বে। তবে এবার এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে বিয়েক কার্ড দেখলে আপনার চোখ কপালে উঠবে। বিয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এর আমন্ত্রণপত্র। মানে, বিয়ের কার্ড। সোশ্যাল মিডিয়া জগতে আপনি নিশ্চয়ই অনেক ধরনের কার্ড দেখেছেন। কিন্তু এই বিয়ের কার্ড দেখলে আপনি প্রথমে এটিএম কার্ড বলে ভুল করবেন। তারপরে ভাল করে দেখলে বুঝবেন আদতে সেটি একটি বিয়ের কার্ড। ভিডিয়োয় কী দেখা যাচ্ছে?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখ যাচ্ছে, একটি অনন্য বিয়ের কার্ড, যা দেখতে কোনও ডেবিট বা ক্রেডিট কার্ডের চেয়ে কম নয়। এই কার্ডের এক অংশে বর-কনের নাম এবং বিয়ের তারিখের সঙ্গে ‘ওয়েডিং ইনভাইটেশন’ লেখা রয়েছে। অন্যদিকে বাকি আরও অনেক কিছু ছাপা হয়েছে। এই অনন্য কার্ডটি ইনস্টাগ্রামে পোস্ট করেছে @itsallaboutcards নামের একটি পেজ।
এই কার্ডের ভিডিয়ো পোস্ট করার সঙ্গে সঙ্গেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। এই ক্লিপটি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করা হচ্ছে, যা এখনও পর্যন্ত 10.2 মিলিয়ন (1 কোটির বেশি) ভিউ এবং 1 লাখ 21 হাজার লাইক পেয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন এই ভিডিয়োয়। এক ব্য়ক্তি বলেছেন, “পয়সা থাকলে মানুষ কত কিছুই না করে।” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “এতদিন বিয়ের অনেক ভিডিয়োই ভাইরাল হত। এবার কার্ডের ভিডিয়োও ভাইরাল হতে শুরু করেছে।”