Viral Video: একসঙ্গে 13 গ্লাস বিয়ার দু’হাতে নিয়ে গ্রাহকদের পরিবেশন করলেন এই যুবতী, হতচকিত সকলে

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Sep 24, 2023 | 1:20 PM

Latest Viral Video: 55 সেকেন্ডের এই ভিডিয়োটি টুইটারে @TansuYegen নামে একটি অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। এক কোটিরও বেশি মানুষ এটি দেখেছেন এবং প্রচুর মানুষ লাইকও করেছেন। অনেকে অনেক কমেন্টও করেছেন।

Viral Video: একসঙ্গে 13 গ্লাস বিয়ার দুহাতে নিয়ে গ্রাহকদের পরিবেশন করলেন এই যুবতী, হতচকিত সকলে

Follow Us

একসঙ্গে হাতে কতগুলো বড় কাচের গ্লাস নিয়ে হাঁচতে পারবেন? সাধারণত দু’হাতে দু’টো। খুব বেশি হলে 4টে। কিন্তু একসঙ্গে বড় বড় 13টা বিয়ারের গ্লাস নিয়ে হাঁটতে পারবেন? মনে মনে নিশ্চয়ই ভাবছেন, সম্ভব নয়। কিন্তু এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে এক যবুতীকে একসঙ্গে দুই হাত দিয়ে বিয়ার ভর্তি গ্লাস তুলেছেন। আর শক্তি এবং ক্ষমতা দেখে চমকে যাবেন। আপনাকে সবথেকে বেশি অবাক করবে তার ব্যালেন্স। একটি বারের ওয়েটার তিনি। আর তাকে এমন কাজ করতে দেখে হতবাক সেখানে উপস্থিত লোকজন। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ো ভিডিয়োয় দেখা যাচ্ছে, বারে থাকা একজন মহিলা কাউন্টার থেকে বেশ কয়েকটি গ্লাস তুলেছেন এবং তারপরে সেগুলি একবারে পরিবেশন করবেন বলে একে একে সাজাচ্ছেন। ভিডিয়োটির প্রথমে আপনি বুঝতে পারবেন না আসলে তিনি ঠিক কী করার চেষ্টা করছেন। কিছুক্ষণ পরে দেখতে পাবেন। বার টেন্ডার একের পর এক গ্লাসে বিয়ার দিয়ে যাচ্ছে। আর সে সেগুলি সাজাচ্ছে। এভাবে একটা সময় 13টা গ্লাসকে সাজিয়ে ফেলবে। তারপরেই দুইহাতে সেগুলোকে একেবারে তুলে হাঁটতে শুরু করবে। তার এই কাণ্ড দেখে আপনার চোখও কপালে উঠতে বাধ্য।


55 সেকেন্ডের এই ভিডিয়োটি টুইটারে @TansuYegen নামে একটি অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। এক কোটিরও বেশি মানুষ এটি দেখেছেন এবং প্রচুর মানুষ লাইকও করেছেন। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “একসঙ্গে এতগুলো গ্লাস তুলতে কতটা শক্তি প্রয়োজন সেটাই ভাবছি।” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “কোনওভাবে যদি হাত থেকে পড়ে যায়, তাহলেই চাকরি চলে যাবে এই মহিলার।”

Next Article