Viral Video: রেস্তোরাঁয় হাজির বিশাল টিকটিকি! তাই দেখে এ কী করলেন মহিলা… দেখুন ভিডিয়ো
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে মনিটর লিজার্টিকে দেখে চেয়ারে উঠে দাঁড়িয়ে পড়েছেন ওই মহিলা। তারস্বরে চিৎকার করছেন তিনি। ভয়ে আতঙ্কে চিলচিৎকার করে কাঁদতেও শুরু করে দিয়েছেন তিনি।
মনিটর লিজার্ড (Monitor Lizard)– এক বিশেষ প্রজাতির টিকটিকি। আকার, আয়তনে সাধারণ টিকটিকির তুলনায় বেশ বড়। এমনিতেই অনেকে টিকটিকি দেখে প্রায় ভিরমি খান। তাহলে সেটা যদি হয় আকার, আয়তনে বড় তাহলে যে কী অবস্থা হতে পারে তা আন্দাজ করাই যায়। সম্প্রতি ইউটিউবে (YouTube) একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দর্শন পাওয়া গিয়েছে একটি মনিটর লিজার্ডের। আর তাকে দেখে এক মহিলার যা অবস্থা হয়েছে তা দেখলে চমকে যাবেন আপনি। ভাইরাল হওয়া ভিডিয়োতে (Viral Video) দেখা গিয়েছে মনিটর লিজার্টিকে দেখে চেয়ারে উঠে দাঁড়িয়ে পড়েছেন ওই মহিলা। তারস্বরে চিৎকার করছেন তিনি। ভয়ে আতঙ্কে চিলচিৎকার করে কাঁদতেও শুরু করে দিয়েছেন তিনি। প্রাপ্তবয়স্ক একজন যে এভাবে একটা টিকটিকি দেখে ভয় পেতে পারেন সেটা বোধহয় অনেকেরই আন্দাজ ছিল না।
ভিডিয়ো দেখে বোঝা গিয়েছে, একটি রেস্তোরাঁয় ঢুকে পড়েছিল মনিটর লিজার্ডটি। তাকে দেখে সটান একটা চেয়ারের উপর উঠে দাঁড়িয়ে পড়েছেন এক মহিলা। সম্ভবত ওই রেস্তোরাঁরই কর্মী তিনি। চেয়ারে উঠেই প্রাণপনে চিৎকার করতে থাকেন তিনি। জানা গিয়েছে তাইল্যান্ডের একটি রেস্তোরাঁয় এই ঘটনা ঘটেছে। ওই মহিলা সেখানকার ভাষাতেই চিৎকার করে কিছু বলছিলেন। ভাষা বোঝা না গেলেও এটা স্পষ্ট ছিল যে ওই বিশালাকার টিকটিকিটিকে দেখে মারাত্মক ভয় পেয়েছেন তিনি। তাঁর করুণ দশা দেখে দোকানেরই আর একজন কর্মী মনিটর লিজার্ডটিকে তাড়ানোর চেষ্টা করেন। কিন্তু এত সহজে কী আর জায়গা ছেড়ে সে নড়ে। যতবার তাকে তাড়ানোর চেষ্টা করা হচ্ছিল ততবারই ওই কর্মীর দিকে তেড়ে যাচ্ছিল সে। শেষে ওই যুবকটি পায়ের জুতো খুলে মেরে ধরে বিশাল টিকটিকিটিকে বাগে আনার চেষ্টা করেন। তাতেও কাজ না হওয়ায় হাল ছেড়ে সরে যান।
এদিকে ততক্ষণে হাপুস নয়নে কান্না জুড়েছেন ওই মহিলা। ভিডিয়োতে তাঁকে দেখে মনে হচ্ছিল যে ওই টিকটিকি না সরালে এ কান্না থামবে না। ভয়ে, আতঙ্কে চিৎকার করে কাঁদতে শুরু করেছিলেন ওই মহিলা। বারবার ইশারায় ওই বিশাল আকারের টিকটিকিটিকে সরানোর কথা বোঝাচ্ছিলেন তিনি। শেষ পর্যন্ত এক ব্যক্তিকে ওই মনিটর লিজার্টিকে ধরতে সক্ষম হন এবং তাকে বের করে নিয়ে যান রেস্তোরাঁ থেকে। যতক্ষণ পর্যন্ত না এই টিকটিকি সরানো হয়েছে, ততক্ষণ পর্যন্ত নাগাড়ে কেঁদে যাচ্ছিলেন মহিলা। সেই সঙ্গে চলছিল চিৎকার। হাত দিয়ে চোখের জল মুছে আবার কাঁদছিলেন তিনি। তাঁরা বিকট জোরে কান্না শুনে কিছু লোক জড়ো হয়ে গিয়েছিলেন রেস্তোরাঁর বাইরে। ভাইরাল ভিডিয়োতেই তা নজরে এসেছে।
ইউটিউব চ্যানেল ViralHog- এর তরফে এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। ৫৬ সেকেন্ডের ওই ক্লিপিং দেখে অনেকেই হেসে গড়িয়েছেন। তাঁরা জানিয়েছেন আসলে ওই মহিলার এমন বিকট চিৎকার করে কান্না শুনেই তাঁদের হাসি পেয়েছে। এমনকি অনেকে এও বলেছেন মহিলার চিৎকার শুনে বোধহয় মনিটর লিজার্ডটি ভয় পেয়ে গিয়েছিল। যদিও অনেকে আবার এও বলেছেন, কারও ভয় পাওয়া নিয়ে এভাবে হাসা বা মজা করা উচিত নয়।
আরও পড়ুন- Viral Video: মাঝ আকাশে প্যারাগ্লাইডার, কোনওমতে ঝুলে রয়েছে এক যুবক! তারপর… দেখুন ভাইরাল ভিডিয়ো