Viral Video: ভয়ঙ্কর নাচ! হাতে মাইক নিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে চিৎকার করে নাচছেন মহিলা, হতবাক নেটিজ়েনরা

Scary Dance: নেটিজ়েনদের অনেকেই বলছেন, নাচের নামে এই মহিলা যা করেছেন তা দেখে দুর্বল চিত্তের মানুষদের হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে।

Viral Video: ভয়ঙ্কর নাচ! হাতে মাইক নিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে চিৎকার করে নাচছেন মহিলা, হতবাক নেটিজ়েনরা
এ কেমন নাচ!
Follow Us:
| Edited By: | Updated on: Apr 02, 2022 | 8:45 PM

সোশ্যাল মিডিয়ায় (Social Media) মাঝে মাঝে এমন কিছু ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয় যা দেখে হাসতে হাসতে পেটে খিল ধরার (Hilarious Viral Video) জোগাড় হয় নেটিজ়েনদের। তেমনই এক ভিডিয়ো আবারও ভাইরাল হয়েছে। সেখানে এক মহিলাকে নাচতে দেখা গিয়েছে। সে এক ভয়ঙ্কর নাচ। তাঁর নাচের শুরুতে আপনি ভয়ে পেয়ে আঁতকেও উঠতে পারেন। তবে পরমুহূর্তেই দমফাটা হাসি হাসবেন আপনি। এই ভাইরাল ভিডিয়োতে এক মহিলাকে দেখা গিয়েছে যিনি একটা ঘরের মাঝে দাঁড়িয়ে রয়েছে। পরনে সবুজ রঙের শাড়ি। হাতে মাইক। দেখে মনে হচ্ছে গান গাইছিলেন তিনি। পাশে বসা মিউজিশিয়ানরা। তাঁদের সঙ্গে তবলা, হারমোনিয়াম এবং অন্যান্য বাদ্যযন্ত্র। কিন্তু আচমকাই এ কী করলেন ওই মহিলা! প্রবল জোরে চিৎকার করে একলাফ দিলেন। তারপর শুরু করলেন সেই আজব নাচ যার স্টেপ এর আগে কেউ কখনও দেখেছেন বলে মনে হয় না।

দেখুন ওই মহিলার অদ্ভুত নাচের ভাইরাল ভিডিয়ো

নেটিজ়েনদের অনেকেই বলছেন, নাচের নামে এই মহিলা যা করেছেন তা দেখে দুর্বল চিত্তের মানুষদের হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। সে কী চিৎকার, তার সঙ্গে লাফিয়ে ঝাঁপিয়ে এক উদ্ভট নাচ। দর্শক আসনে বসে থাকা দর্শকদের দিয়েও এগিয়ে যাচ্ছিলেন, বলা ভাল কেমন যেন তেড়ে যাচ্ছিলেন ওই মহিলা। দেখে মনে হবে যেন সাংঘাতিক কিছু একটা সমস্যা হয়েছে মহিলার শরীরে, মনে। এদিকে নাচের সময় হাতে মাইক্রোফোন কিন্তু ছাড়েননি মহিলা। ওটা হাতে নিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে এদিক ওদিক করছিলেন তিনি। একজন দর্শকের সামনে দেখে কার্যত স্কিড করে আর এক দর্শকের সামনে যেতে দেখা গিয়েছে ওই মহিলাকে। যেমন চিৎকার তেমনই গতি মহিলার নাচের। চোখের নিমেষে এক প্রান্ত থেকে অন্যত্র চলে যাচ্ছেন। তার মাঝেই চলছে ‘ঠুমকা’। সে যে কী চলছে ভিডিয়ো না দেখেল বিশ্বাস হবে না আপনার।

ইনস্টাগ্রামের পাশাপাশি ফেসবুকেও ভাইরাল হয়েছে সাংঘাতিক হাসির এই ভিডিয়ো। official_viralclips নামের একটি ইনস্টাগ্রামে এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। একদিনে প্রায় ৫০০ লাইক পেয়েছে এই ভিডিয়োটি। যে ইনস্টা ইউজার ভিডিয়োটি শেয়ার করেছেন তিনি লিখেছেন এখানে কী হচ্ছে তা জানেন না। নেটিজ়েনরাও হয়তো বুঝতে পারবেন না ঠিক কী চলছে। তবে এই ভিডিয়ো দেখলে যে দমফাটা হাসি হাসবেন, সেটা নিশ্চিত।

আরও পড়ুন- Viral Video: বাহুবলীর কায়দায় হাতির পিঠে চড়লেন মাহুত, বৃদ্ধের ফিটনেস দেখে অবাক নেটপাড়া

আরও পড়ুন- Viral Video: অতিরিক্ত মেকআপের ফল! মা’কে চিনতেই পারল না দুধের শিশু

আরও পড়ুন: মদ্যপ বরের মাতলামি! কনে ভেবে শাশুড়ির গলায় মালা পরিয়ে দিলেন, নেটপাড়ায় খুব হাসাহাসি