Viral Video: বাহুবলীর কায়দায় হাতির পিঠে চড়লেন মাহুত, বৃদ্ধের ফিটনেস দেখে অবাক নেটপাড়া

Baahubali: ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, বাহুবলীর কায়দায় প্রথমে হাতির শুঁড়ে চড়ে তারপর হাতিটির কপালে পা দিয়ে ভর করে সোজা হাতির পিঠে চড়ে বসেছেন মাহুত।

Viral Video: বাহুবলীর কায়দায় হাতির পিঠে চড়লেন মাহুত, বৃদ্ধের ফিটনেস দেখে অবাক নেটপাড়া
বাহুবলীর কায়দায় হাতির পিঠে চড়লেন মাহুত।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 02, 2022 | 8:19 PM

এস এস রাজামৌলির ছবি ‘বাহুবলী’ (Baahubali) বহু চর্চিত সিনেমা। এর ছবির প্রায় সব ডায়লগ এবং দৃশ্য প্রভাস (Actor Prabhash) ফ্যানদের মুখস্থ। দক্ষিণী অভিনেতা ‘বাহুবলী’ নামচরিত্রেই অভিনয় করেছিলেন (Viral Video)। ‘বাহুবলী ২’ ছবিতে একটি দৃশ্যে এক অদ্ভুত কায়দায় হাতির শুঁড়ে ভর দিয়ে তার পিঠে চড়েছিলেন। এবার ঠিক তেমনটাই দেখা গেল বাস্তবে। রুপোলি পর্দায় নয়, বাস্তবের মাটিতেই দেখা দিলেন ‘অমরেন্দ্র বাহুবলী’। একেবারে প্রভাসের কায়দাতেই হাতির শুঁড়ে ভর দিয়ে তার পিঠে চড়েছেন বৃদ্ধ মাহুত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। ওই মাহুতের স্কিল দেখে অবাক হয়েছেন সকলেই। সেই সঙ্গে হাতিটিও যে একদম বাধ্য হয়ে মাহুতের কথা শুনেছে, নিজের শুঁড়ের সাহায্যে মাহুতকে পিঠে উঠতে সাহায্য করেছে, তা দেখে অবাক সকলেই। সিলভার স্ক্রিনে সিনেমার দৃশ্য যে এভাবে বাস্তবেও দেখা যাবে, এমনটা বোধহয় অনেকেই কল্পনা করেননি।

বাহুবলীর কায়দায় হাতির পিঠে চড়ছেন মাহুত, দেখুন সেই ভাইরাল ভিডিয়ো 

আইপিএস অফিসার দীপাংশু কাবরা এই ২০ সেকেন্ডের ভিডিয়ো ক্লিপ টুইটারে শেয়ার করেছে। সেখানেই দেখা গিয়েছে, অমরেন্দ্র বাহুবলীর কায়দায় প্রথমে হাতির শুঁড়ে চড়ে তারপর হাতিটির কপালে পা দিয়ে ভর করে সোজা হাতির পিঠে চড়ে বসেছেন মাহুত। ভিডিয়ো দেখে মনে হচ্ছে বেশ বয়স হয়েছে মাহুতের। কিন্তু তাঁর ফিটনেস দেখে হাঁ হয়ে গিয়েছেন নেটিজ়েনরা। সেই সঙ্গে হাতিটির শান্ত স্বভাবেরও প্রশংসা করেছেন সকলে। সিনেমায় অবশ্য প্রভাস অর্থাৎ অমরেন্দ্র বাহুবলী যে হাতির পিঠে চড়েছিলেন সেটি মোটেই শান্ত ছিল না। বরং দামাল হাতিকে বাগে আনতে বেশ কসরত করতে গিয়েছিল পর্দার দাপুটে রাজাকে। তবে ভাইরাল হওয়া ভিডিয়োতে অবশ্য সেইসব কিছুই করতে হয়নি মাহুতকে। বরং হাতিটি যেন তার মাহুতকে শুঁড়ের সাহায্যে পিঠে তুলে নেবে বলে প্রস্তুতই ছিল।

২০১৭ সালে রিলিজ হয়েছিল ‘বাহুবলী ২’। তার আগে ছবির প্রথম ভাগই মুগ্ধ করেছিল দর্শকদের। কিন্তু দ্বিতীয় ভাগে যেন পরতে পরতে ছিল চমক। লাইমলাইট কেড়েছিলেন প্রভাস। তাঁর সমস্ত স্টান্ট, অভিনয়, অ্যাকশন দর্শকদের মনে ধরেছিল। ‘বাহুবলী ২’ সিনেমার প্রথমদিকেই ছিল অমরেন্দ্র বাহুবলী ওরফে প্রভাস্র হাতির পিঠে চড়ার এই দৃশ্য। প্রভাসের স্টান্ট দেখে সকলে যেমন অবাক হয়েছিলেন, তেমনই সিনেমা রিলিজের পাঁচ বছর পরে এক মাহুতের ওই স্টাইলে হাতির পিঠে চড়া দেখে নেট দুনিয়া ঠিক একই ভাবে অবাক হয়েছে। কীভাবে ওই মাহুত হাতির শুঁড়ে পা দিয়ে দেহের ভারসাম্য রেখে তার পিঠে চড়লেন, সেই প্রশনই এখন ঘুরছে নেটিজ়েনদের মনে।

আরও পড়ুন- Viral Video: অতিরিক্ত মেকআপের ফল! মা’কে চিনতেই পারল না দুধের শিশু

আরও পড়ুন: মদ্যপ বরের মাতলামি! কনে ভেবে শাশুড়ির গলায় মালা পরিয়ে দিলেন, নেটপাড়ায় খুব হাসাহাসি

আরও পড়ুন: একটা বাইকে ৭ জন, নেই হেলমেটও, পুলিশ ধরতেই উত্তর এল, ‘হাসপাতালে যাচ্ছিলাম…’