AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR Draft Voter List: পশ্চিমবঙ্গের থেকেও বেশি ভুয়ো ভোটার এই রাজ্যে? SIR খসড়া তালিকায় নাম বাদ প্রায় ১ কোটির

Tamil Nadu SIR: শুধু চেন্নাইতেই ১৪ লাখ ২৫ হাজার ভোটারের নাম পড়েছে খসড়া তালিকা থেকে। ৪০ লাখ ভোটার থেকে সংখ্যা কমে দাড়িয়েছে ২৫ লাখ ৭৯ হাজারে। বাদের তালিকায় ১.৫৬ লাখ ভোটার মৃত, ২৭ হাজার ৩২৩ জন ভোটারকে তাদের ঠিকানায় পাওয়া যায়নি।

SIR Draft Voter List: পশ্চিমবঙ্গের থেকেও বেশি ভুয়ো ভোটার এই রাজ্যে? SIR খসড়া তালিকায় নাম বাদ প্রায় ১ কোটির
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Dec 20, 2025 | 7:37 AM
Share

চেন্নাই: দেশ জুড়ে চলছে ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন বা এসআইআর (SIR) প্রক্রিয়া। আরও এক রাজ্যে প্রকাশিত হল ভোটারের খসড়া তালিকা (Draft Voter List)। জাতীয় নির্বাচন কমিশন শুক্রবার, ১৯ ডিসেম্বর তামিলনাড়ুতে খসড়া ভোটার তালিকা প্রকাশ করল। আর তাতেই শোরগোল শুরু। জানা গিয়েছে, খসড়া ভোটার তালিকা থেকে প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ গিয়েছে। 

তামিলনাড়ুর রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ৯৭ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে খসড়া ভোটার তালিকা থেকে। এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা ২৬ লক্ষ ৯৪ হাজার ৬৭২। ৬৬ লক্ষ ৪৪ হাজার ৮৮১ জন স্থানান্তরিত ভোটার। ২ লক্ষ ৩৯ হাজার ২৭৮ জন ভোটারের নাম একাধিক জায়গার ভোটার তালিকায় পাওয়া গিয়েছে।

এসআইআরের পর এখন তামিলনাডুতে মোট ভোটারের সংখ্যা দাঁড়াল ৫ কোটি ৪৩ লক্ষ। এর মধ্যে ২ কোটি ৬৬ লক্ষ পুরুষ ও ২ কোটি ৭৭ লক্ষ মহিলা ভোটার। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৭ হাজার ১৯১। এসআইআরের আগে তামিলনাড়ুতে ভোটারের সংখ্যা ছিল ৬ কোটি ৪১ লক্ষ।

শুধু চেন্নাইতেই ১৪ লাখ ২৫ হাজার ভোটারের নাম পড়েছে খসড়া তালিকা থেকে। ৪০ লাখ ভোটার থেকে সংখ্যা কমে দাড়িয়েছে ২৫ লাখ ৭৯ হাজারে। বাদের তালিকায় ১.৫৬ লাখ ভোটার মৃত, ২৭ হাজার ৩২৩ জন ভোটারকে তাদের ঠিকানায় পাওয়া যায়নি। ১২ লক্ষ ২২ হাজার ভোটার স্থানান্তরিত হয়ে গিয়েছে এবং ১৮ হাজার ৭৭২ জন ভোটারের নাম একাধিক জায়গায় পাওয়া গিয়েছে।

বিরোধী দল এআইএডিএমকে (AIADMK)-র নেতা ই কে পালানিস্বামী বলেছেন, “৯০ লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ পড়েছে বলে শোনা যাচ্ছে। এদের মধ্যে অধিকাংশই ভুয়ো ভোটার। এই কারণেই এআইএডিএমকে প্রথম থেকে বলে আসছিল যে এসআইআর দরকার। ডিএমকে এবার নানা ধরনের নাটক করবে।