Viral Video: রিলস তৈরির নেশা! রেললাইনেই নাচতে শুরু করলেন মহিলা, কিন্তু ট্রেন আসতেই…

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Apr 07, 2023 | 2:45 PM

Viral Video Today: ভিডিয়োতে এক মহিলাকে শাড়ি পরে রেলওয়ে ট্র্যাকে (Railway Track) নাচতে (Dancing) দেখা গিয়েছে। ভিডিয়োতে নিজেকে উজাড় করে দিতে তিনি এতটাই মগ্ন যে ট্রেন চলে গেলেও তাতে পাত্তা দিলেন না! ফুটেজটি সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হয়েছে।

Viral Video: রিলস তৈরির নেশা! রেললাইনেই নাচতে শুরু করলেন মহিলা, কিন্তু ট্রেন আসতেই...
রিলস তৈরি করতে যা খুশি তাই!

Follow Us

Latest Viral Video: সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে ঝামেলার শেষ নেই! রিলস বানাতে তাঁরা যে কখন কোথায় পৌঁছে যাবেন, কেউ বলতে পারে না। নিজেদের ভাইরাল করার উদগ্র বাসনা থেকে জীবনে ভয়ঙ্কর বিপদ ডেকে আনতেও কুণ্ঠা বোধ করেন না তাঁরা। কখনও তাঁদের দেখা যা উঁচু বিল্ডিং থেক রিলস (Reels) বানাতে, কখনও আবার ব্যস্ত রাস্তায় গাড়ি থামিয়ে ভিডিয়ো তৈরি করছেন তাঁরা। তেমনই এক ভিডিয়োতে এক মহিলাকে শাড়ি পরে রেলওয়ে ট্র্যাকে (Railway Track) নাচতে (Dancing) দেখা গিয়েছে। ভিডিয়োতে নিজেকে উজাড় করে দিতে তিনি এতটাই মগ্ন যে ট্রেন চলে গেলেও তাতে পাত্তা দিলেন না! ফুটেজটি সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হয়েছে।

ইনস্টাগ্রামে Avnikarish Avnikarish নামক একটি প্রোফাইল থেকে ওই মহিলা তাঁর বিভিন্ন রিলস শেয়ার করেন। 4 লাখেরও বেশি ফলোয়ার রয়েছে তাঁর। বিভিন্ন সময় তাঁকে নানাবিধ কায়দায় রিলস তৈরি করতে দেখা যায়। এবার তাঁকে দেখা গেল, রেলওয়ে ট্র্যাকে নাচতে নাচতে রিলস তৈরি করতে।


ভিডিয়োতে দেখা গেল, তিনি রেল লাইনের এক্কেবারে মাঝে বসে রয়েছেন। চুলটা ঠিক করেই তিনি নাচ শুরু করে দিলেন। হরিয়ানভি গান ‘420’-তে তিনি কোমর দুলিয়ে নাচছেন। ওই একই পোশাকে, একই জায়গার আরও একটি ভিডিয়ো শেয়ার করেছেন তিনি। সেখানে আবার দেখা গেল, রেলওয়ে ট্র্যাক থেকে একটু সামনে এসে তিনি নাচছেন। আর সেই সময়ই সেখানে একটা ট্রেন চলে আসে। কিন্তু যতই ট্রেন আসুক না কেন! তিনি একফোঁটাও বিচলিত হওয়ার পাত্রী নন। থামালেন না তাঁর নাচ। রিলসের জন্য নাগাড়ে নেচে গেলেন।

তবে, এমনতর বিপজ্জনক ভিডিয়ো তৈরি করার জন্য তিনি ইনস্টাগ্রামে ক্ষমা চেয়ে নিয়েছেন। সতর্ক করেছেন তাঁর ফলোয়ারদেরও। ইনস্টাগ্রামে এই ডান্স ভিডিয়োটি শেয়ার করে তিনি লিখছেন, “বন্ধুরা, আমাকে ক্ষমা করে দিও! এই ভিডিয়োটি সত্যিই খুব ভয়ঙ্কর। আমিও ভয় পেয়েছিলাম। তবে ট্রেনটা ধীরে যাচ্ছিল। এই ধরনের ভিডিয়ো কেউ কখনও তৈরি করবেন না।”

Next Article