Latest Viral Video: নর্মদা নদীর (Narmada River) জলে হেঁটে গেলেন এক বয়স্ক মহিলা। আর তাঁকেই ভুল ভেবে বসল নেটিজ়েনদের একাংশ। মধ্যপ্রদেশের জব্বলপুর (Jabalpur, Madhya Pradesh) জেলার এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে। যে ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে, তার ক্যাপশনে লেখা হয়েছে, “তিলওয়াড়া ঘাটের এই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে, যেখানে নর্মদা নদীর জলে এক বৃদ্ধাকে হাঁটতে দেখা গিয়েছে।” ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই স্থানীয় মানুষজন ওই বৃদ্ধার সঙ্গে দেখা করতে তিলওয়াড়া ঘাটে ভিড় জমান। তিনি নদীর জলে এভাবে হাঁটছিলেন বলেই লোকজন তাঁকে ‘মা নর্মদার রূপ’ আখ্যা দিতে থাকেন।
ঢাকঢোল পিটিয়ে মানুষ সেখানে রীতিমতো হইহই রব ফেলে দেন! ঘটনার তদন্তে সেখানে পুলিশও পৌঁছে যায় তড়িঘড়ি। এখন প্রশ্ন হচ্ছে, সত্যিই কি সেই বৃদ্ধা নর্মদা নদীতে হাঁটছিলেন? মহিলার নাম জ্যোতি রঘুবংশি। আশ্চর্যজনক বিষয়টি হল, নর্মদা নদীর জলে হাঁটেননি বলে সম্পূর্ণ বিষয়টিকে অস্বীকার করেন। পুলিশের কাছে মহিলা জানিয়েছেন যে, তিনি নর্মদাপূরণের বাসিন্দা ছিলেন। 10 মাস আগে তিনি বাড়ি ছেড়ে চলে আসেন বলে আরও জানান পুলিশের কাছে।
এখন ওই মহিলা নর্মদা নদীর জলে হেঁটেছিলেন কি না, তা নিয়ে রহস্যের সমাধানও হয়ে গিয়েছে। জ্যোতি বলছিলেন, নর্মদা নদীর জলস্তর খুবই কম ছিল এবং তা পরিবর্তনশীলও। সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, এই জলস্তর কিছু ক্ষেত্রে ব্যাপক ভাবে কম হতে পারে। যদিও এই দাবিও করা হয়েছে যে, ভিডিয়োটি তিলওয়াড়া ঘাটে তোলা হয়নি। জানা গিয়েছে, জ্যোতি নামের ওই মহিলা কেবলই নদীর পাড়ে হাঁটছিলেন।
A video of an elderly woman walking in the serene waters of the Narmada River in Jabalpur district of Madhya Pradesh went viral.#India #Madhyapradesh #Trending #Viralvideos pic.twitter.com/JTwiuJ0lkw
— Backchod Indian (@IndianBackchod) April 10, 2023
জ্যোতি জানিয়েছেন, মনের ভক্তি থেকেই তিনি নর্মদা নদী পরিক্রমা করতে যাত্রা করছিলেন। নদীর পাড় দিয়ে হাঁটা শুরু করে জলস্তর কম যে অংশে ছিল, নদীর সেই অংশেও তিনি হেঁটেছিলেন। জলের খুব একটা গভীরতায় তিনি হাঁটেননি। যখন প্রয়োজন হয়েছে, সামান্য সাঁতরেও নিয়েছেন। জ্যোতির পরিবারের সঙ্গে কথা বলে তাঁকে বাড়ি ফেরানোর ব্যবস্থাও করে পুলিশ।
601
ANALYSIS: MisleadingFACT:A video of an elderly woman is being circulated on social media in which she can be seen walking in water, the video has been shared with misleading claim that the woman is not an ordinary woman but goddess #Narmada river who can walk on water(1/3) pic.twitter.com/xXzJdSgoJd
— D-Intent Data (@dintentdata) April 9, 2023
আসল সত্য?
এই ভিডিয়ো দেখার পর অনেকেই ভেবেছেন যে, ওই বৃদ্ধা হয়তো সত্যিই ভগবান, ‘মা নর্মদার রূপ’। আদতে কিন্তু তা নয়। পরিবারের সঙ্গে বিচ্ছিন্ন ওই বয়স্ক মহিলা নর্মদা নদীতে হেঁটেছিলেন ঠিকই। তবে তার জলস্তর ছিল খুবই কম। তিনি কোনও ভগবান নন, এক্কেবারে ছাপোষা এক সাধারণ মানুষ। নদীর জলস্তর কম থাকাতেই তিনি নদীর জলে হাঁটতে সক্ষম হয়েছিলেন।