Viral Video: কোলে ইয়াব্বড় অজগর, অনায়াসে ফোন খুটখুট মহিলার, ভিডিয়ো দেখে আঁতকে উঠছে নেটপাড়া

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Mar 05, 2023 | 11:49 AM

Viral Video Today: সাপটির আকার যে শুধুই লম্বা তা নয়, সেই সঙ্গে সে সাপটি বিরাট মোটা। যে কারণে আরও অবাক লেগেছে সকলের। নেটিজ়েনদের ভাবিয়েছে, কীভাবে এই বিরাট সাপটিকে কোলে বসিয়ে রেখে মহিলা নির্ভয়ে মনযোগ সহকারে ফোন ঘাঁটাঘাঁটি করছেন।

Viral Video: কোলে ইয়াব্বড় অজগর, অনায়াসে ফোন খুটখুট মহিলার, ভিডিয়ো দেখে আঁতকে উঠছে নেটপাড়া
চক্ষু ছানাবড়া করার মতো কাণ্ড!

Follow Us

Latest Viral Video: বিরাট পাইথনকে কোলে বসিয়ে মোবাইলে ঘাঁটছেন এক মহিলা, টুইটারে ঘোরাফেরা করছে এমনই একটি ভয়ঙ্কর ভিডিয়ো। ছোট্ট ক্লিপটিতে দেখা গিয়েছে, মহিলা বারান্দায় বসে রয়েছেন, আর তাঁর সঙ্গে রয়েছে বিশালাকার ওই অজগরটি। ওই বিরাট সাপকে কোলে নিলে কীভাবে বসে রয়েছেন মহিলা, তাই অবাক করে দিয়েছে নেটপাড়ার লোকজনকে। সাপটির আকার যে শুধুই লম্বা তা নয়, সেই সঙ্গে সে সাপটি বিরাট মোটা। যে কারণে আরও অবাক লেগেছে সকলের। নেটিজ়েনদের ভাবিয়েছে, কীভাবে এই বিরাট সাপটিকে কোলে বসিয়ে রেখে মহিলা নির্ভয়ে মনযোগ সহকারে ফোন ঘাঁটাঘাঁটি করছেন। তার থেকেও ভয়ঙ্কর বিষয় হল, সাপটি নড়াচড়া করছে মহিলার কোল থেকেই। এই ভিডিয়ো নেটিজ়েনদের অনেকেরই মেরুদণ্ড শীতল করে দিয়েছে।


টুইটারে @WowTerrifying নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা রয়েছে। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “আমি তোমার বন্ধু…অন্তত এখন।” মানুষ যেভাবে তার পোষ্য কুকুর অথবা বিড়ালকে কোলে বসিয়ে আদর করনে, এই মহিলা ঠিক সেইভাবেই বিরাট অজগরটিকে কোলে বসিয়ে রেখেছিলেন এক্কেবারে অনায়াসে। কোনও ভয়-ডর কাজ করছিল না তাঁর মধ্যে। গত 3 মার্চ ভিডিয়োটি শেয়ার করা হয় মাইক্রোব্লগিং সাইটে। 5 মার্চ প্রতিবেদনটি লেখার সময় ভিডিয়োর ভিউ 515.8K। প্রায় হাজারেরও কাছাকাছি রিটুইট হতে চলেছে ভিডিয়োটির, 5,233 লাইকও পড়েছে।

স্বাভাবিক ভাবেই ইউজাররা নানাবিধ মন্তব্য করেছেন এই ভিডিয়ো দেখে। একজন লিখছেন, “এদের একটা কারণে বন্যপ্রাণা বলা হয়। তারা যে কোনও মুহূর্তে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এবং তাদের নিছক শক্তি আপনাকে অবিলম্বে শেষ পর্যন্ত করে দিতে পারে। এটা ওদের জন্য স্বাভাবিক, তাতে কিছু ভুল নেই। একটা পাইথন যখন আপনার উপর বারবার হামাগুড়ি দিতে শুরু করে, তখন প্রাথমিক চিহ্নগুলি থেকেই বোঝা যায় যে সে আক্রমণ করার মানসিকতায় নেই। একটা পাইথন চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার আগে আপনাকে ইঙ্গিত দেবে।”

আর একজন ইউজার লিখছেন, “আমার ভ্রমণের সামান্য অভিজ্ঞতা দেখে আমি বলছি, এদের ততটা পোষ্য ভাবাটাও ঠিক হবে না। এরা খুব সহজেই আপনাকে গ্রাস করতে পারে। এই ভিডিয়োটি দেখার পর যেন আমার ঠিক করে হজম হচ্ছে না। কীভাবে বিরাট পাইথনটা তার শরীর নিয়ে ধীরে ধীরে মহিলার কোলে ঢলে পড়ছে, তা আমার মেরুদণ্ড শীতল করে দিয়েছে। আমি কেন এই দিকে তাকালাম, তা-ই এখন ভাবছি!”

তৃতীয় এক ইউজার যোগ করলেন, “দেখতে অনেকটা পাইথনের মতো। কিন্তু কোথাও যেন আমার মনে হচ্ছে, ভিডিয়োটি এডিটেড। সাপের কিছুটা অংশ সত্যি হলেও বেশিরভাগটাই আমার অতিরঞ্জিত মনে হয়েছে। সাপটা যে সত্যিই কত বড়, তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে।” কেউ কেউ এ-ও বলেছেন যে, যতই পোষ্য হোক আর যত আপনই হোক না কেন, বন্যপ্রাণীদের সঙ্গে সবসময় একটু দূরত্ব বজায় রাখা উচিত।

Next Article