Viral Post: ট্রাফিক জ্যামে গাড়িতে বসেই এক প্যাকেট মটরশুঁটি ছাড়িয়ে ফেললেন মহিলা, ভাইরাল হল ছবি

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Sep 19, 2023 | 5:15 PM

Latest Viral Post: একটি ছবি ভাইরাল হয়েছে, যাতে এক মহিলা তার গাড়িতে বসেই মটরশুঁটি ছাড়াতে দেখা যাচ্ছে। আর এই ছবি দেখেই অবাক অধিকাংশ নেটিজ়েন। বেঙ্গালুরুর এই যানজটকে কীভাবে কাজে লাগানো যেতে পারে, তাও বলেছেন এই মহিলা।

Viral Post: ট্রাফিক জ্যামে গাড়িতে বসেই এক প্যাকেট মটরশুঁটি ছাড়িয়ে ফেললেন মহিলা, ভাইরাল হল ছবি

Follow Us

Viral Post Today: বেঙ্গালুরু শহরে ট্রাফিকের জ্যামে মানুষকে ফাঁসতে হবে না, এমনটা বোধ হয় খুব কমই হয়। সেখানে সামান্য দূরে যেতেও অনেক সময় লাগে। এর সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, বেঙ্গালুরুতে 10 কিলোমিটার দূরত্ব যেতে একটি গাড়ির প্রায় 1 ঘন্টা সময় লাগে। এই কারণেই হয়তো বেঙ্গালুরুর যানজট নিয়ে সোশ্যাল মিডিয়াতেও অনেক কিছু ভাইরাল হয়। এর আগেও সোশ্যাল মিডিয়ায় এমন একটি ছবি ভাইরাল হয়েছিল, যেখানে একজনকে জ্যামে আটকে থেকে ল্যাপটপে কাজ করতে দেখা যাচ্ছিল। এবার আবারও একটি ছবি ভাইরাল হয়েছে, যাতে এক মহিলা তার গাড়িতে বসেই মটরশুঁটি ছাড়াতে দেখা যাচ্ছে। আর এই ছবি দেখেই অবাক অধিকাংশ নেটিজ়েন। বেঙ্গালুরুর এই যানজটকে কীভাবে কাজে লাগানো যেতে পারে, তাও বলেছেন এই মহিলা। ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল হওয়া ছবিটি গাড়ির ভেতর থেকে তোলা হয়েছে। এতে দেখা যাচ্ছে, সামনে ব্যাপক যানজট। গাড়ির একটি সিটে তিনটি পলিথিন রাখা, যার একটিতে খোসা সমেত আস্ত মটর রয়েছে। অন্য একটির মধ্যে মটর আছে। এতে স্পষ্ট দেখা যাচ্ছে যে, মহিলাটি যানজটে আটকে গিয়ে বসে বসে মটরের খোসা ছাড়াচ্ছিলেন। এই ছবিটি 16 সেপ্টেম্বর প্রিয়া (@malllige) নামে একজন ব্যবহারকারী মাইক্রোব্লগিং সাইট X (আগের টুইটার) এ পোস্ট করেছেন। তিনি ক্যাপশনে লিখেছেন- “পিক ট্রাফিক জ্যামেই কিছু কাজ করছি।”


এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, এই পোস্টটিতে এখনও পর্যন্ত দুই হাজারের বেশি লাইক এবং অনেক কমেন্ট হয়েছে। এছাড়াও প্রচুর মানুষ তাতে কমেন্ট করেছেন। কেউ বলেছেন, “এত কিছু ভাইরাল হওয়া সত্ত্বেও কোনও রকম উন্নতি হয় না। এভাবেই মানুষকে ভুগতে হয় বেঙ্গালুরুর ট্রাফিক জ্যামে।” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “হ্যাঁ শুধু শুধু কেন সময় নষ্ট করবেন। ঠিকই করেছেন। এবার এই জ্যাম কখন ছাড়বে, তা কেউ বলতে পারবে না।”

Next Article