Viral Video: শুধু পা দেখিয়ে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করেন এই মডেল, আপনিও দেখুন কী আছে পায়ে..

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Sep 24, 2023 | 2:28 PM

Latest Viral Video: পায়ের ছবির কারণে কখনও কখনও তার আয় সাত লাখ ছাড়িয়ে যায়।বর্তমানে তিনি বিলাসবহুল জীবনযাপন করছেন এবং ক্যারিয়ার প্রসঙ্গে তিনি বলেন, এখন একটি নতুন ওয়েবসাইট খুলতে যাচ্ছেন। যেখানে সে তার ছবি বিক্রি করবেন।

Viral Video: শুধু পা দেখিয়ে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করেন এই মডেল, আপনিও দেখুন কী আছে পায়ে..

Follow Us

আজকাল ইনস্টাগ্রামে রিল করেই মানুষ প্রচুর টাকা আয় করছে। আর বাড়িতে বসে কাজ করে টাকা আয় কে না করতে চায়। অনেকেই বাড়িতে অনেক কাজ করেন। আর সেই সব বেচে টাকা আয় করেন। কিন্তু কখনও এমন শুনেছেন যে পায়ের ছবি বেচে লক্ষ লক্ষ টাকা আয় করা যায়। শুনেই চমকে গেলেন তো? আদতেই এমনটা করেন এক যুবতি। সোশ্যাল মিডিয়ায় তার পায়ের ছবি ভাইরাল হয়। আপনি জেনে অবাক হবেন, এই মহিলা তার পায়ের ছবি বিক্রি করে প্রতি মাসে পাঁচ লাখ টাকার বেশি আয় করছেন। কিন্তু কীভাবে?

আপনাকে এতক্ষণ যার কথা বলা হচ্ছে, তিনি হলেন লন্ডনের সিনি এরিয়েল।যিনি পেশায় একজন মডেল এবং ট্যাটু শিল্পী, কিন্তু তার আয়ের প্রধান উৎস তার পা। যার কারণে তিনি প্রতি মাসে 5,000 পাউন্ড (5 লাখ টাকার বেশি) আয় করেন। আর সেই টাকা দিয়েই তিনি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেন এবং এখন বিলাসবহুল জীবনযাপন করেন। 41 বছর বয়সী সিনি তার একটি পোস্টে জানান, লোকেরা তার পায়ের মাত্র তিনটি ছবি দেখতে পছন্দ করে। এক পায়ের তলা দেখানো, পা দিয়ে মাটিতে পড়ে থাকা জিনিস তুলে দেখানো, আর হেঁটে যাওয়া। এই এই ছবিগুলো দেখার জন্য মানুষ লাখ লাখ টাকা দেয়।


তিনি আরও জানান, এ ধরনের ছবির কারণে কখনও কখনও তার আয় সাত লাখ ছাড়িয়ে যায়।বর্তমানে তিনি বিলাসবহুল জীবনযাপন করছেন এবং ক্যারিয়ার প্রসঙ্গে তিনি বলেন, এখন একটি নতুন ওয়েবসাইট খুলতে যাচ্ছেন। যেখানে সে তার ছবি বিক্রি করবেন।

Next Article