মুর্শিদাবাদ: বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার রঘুনাথগঞ্জের মহালদাপাড়া ও কৃষ্ণসাইলে। বুধবার সকালে আমবাগানে এই বালতি ভর্তি বোমা আবিষ্কার করেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে রঘুনাথপুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে বোমা উদ্ধার করে। বোমা নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে পৌঁছয় বোম স্কোয়াড।
একইদিনে, কান্দির বোয়ালিয়াতে মেলার মাঠে নাগরদোলার পাশ থেকে উদ্ধার হল তিনটি তাজা বোমা। বোমা উদ্ধারের খবর পেয়ে আতঙ্কিত হয়ে প়ড়েন এলাকাবাসী। কান্দি থানার পুলিশ বোমাগুলি উদ্ধার করে।
তবে, দুইক্ষেত্রেই কে বা কারা এই বোমা রেখে গিয়েছিল তা স্পষ্ট করে জানা যায়নি। কী কারণে এভাবে জায়গায় জায়গায় বোমা মজুত করে রাখা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: জেলের ভিতর ঝুলছে গলায় গামছার ফাঁস দেওয়া বন্দির দেহ, রক্তে ভেজা পা