AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অন্তঃসত্ত্বা গৃহবধূর পেটে ব্যাট দিয়ে অকথ্য মার, চলল লাথি ঘুষি! কাঠগড়ায় স্বামী

স্থানীয়রা জানিয়েছেন, এর আগেও শ্য়াম সুন্দরের এই আচরণের জন্য তাঁকে সাবধান করা হয়েছে। কিন্তু, তাতে বিশেষ কাজ হয়নি। শনিবার, ওই বধূর মুখে ব্যাট দিয়ে মারার কথা শুনে সমস্ত পাড়া প্রতিবেশী শ্যামসুন্দরের বাড়ি ঘিরে ফেলেন। খবর দেওয়া হয় পুলিশেও।

অন্তঃসত্ত্বা গৃহবধূর পেটে ব্যাট দিয়ে অকথ্য মার, চলল লাথি ঘুষি! কাঠগড়ায় স্বামী
নিজস্ব চিত্র
| Updated on: May 23, 2021 | 10:48 AM
Share

দক্ষিণ দিনাজপুর: তিন মাসের অন্তঃসত্ত্বা (Pregnant) গহবধূকে ক্রিকেট ব্যাট দিয়ে পেটানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাটের নারায়ণপুরে। শনিবার বিকেলে ঘটনাটি জানাজানি হতেই অভিযুক্তের বাড়ি ঘিরে ধরেন স্থানীয়রা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

নির্যাতিতার পরিবার জানিয়েছেন, কয়েক বছর আগে নারায়ণপুরের শ্যামসুন্দর নস্করের সঙ্গে বিয়ে হয় খাদিমপুরের ওই গৃহবধূর। বিয়ের পর থেকেই তাঁদের অশান্তি হত। অভিযোগ, বিয়ের পর থেকেই শ্যামসুন্দর তাঁর স্ত্রীকে মানসিক ও শারীরিকভাবে নিপীড়ন করতেন। বহু সময়ে রাগারাগি করে নিজের বাপের বাড়িও চলে গিয়েছিলেন ওই বধূ। কিন্তু তাতেও লাভ হয়নি। কয়েকমাস আগে অন্তঃসত্ত্বা (Pregnant) হয়ে পড়েন শ্যামসুন্দরের স্ত্রী। তারপর থেকে বাপের বাড়িতেই ছিলেন তিনি। শনিবারই বাড়ি ফেরেন তিনি। তারপরেই শুরু হয় অত্যাচার। অভিযোগ, ওই বধূ অন্তঃসত্ত্বা জেনে তাঁকে ব্যাট দিয়ে মারা হয়, চালানো হয় লাথি ঘুষি। এমনকী গর্ভস্থ সন্তানের গর্ভপাত (Abortion) করানোর জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ।

স্থানীয়রা জানিয়েছেন, এর আগেও শ্যামসুন্দরের এই আচরণের জন্য তাঁকে সাবধান করা হয়েছে। কিন্তু, তাতে বিশেষ কাজ হয়নি। শনিবার, ওই বধূর মুখে ব্যাট দিয়ে মারার কথা শুনে সমস্ত পাড়া প্রতিবেশীরা শ্য়ামসুন্দরের বাড়ি ঘিরে ফেলেন। খবর দেওয়া হয় পুলিশেও। শ্যামসুন্দর ও তাঁর পরিবারের থানায় লিখিত অভিযোগ করেন নির্যাতিতার পরিবার। যদিও, শ্যামসুন্দরের পাল্টা দাবি, তিনি কখনওই তাঁর স্ত্রীকে মারধর করেননি। বরং, তিনি সবসময়ই তাঁর স্ত্রীর সঙ্গে থাকতে চান। কিন্তু তাঁর স্ত্রী মানিয়ে নিতে পারছেন না, তাই মিথ্যা অভিযোগ করছেন। গোটা ঘটনা তদন্ত করে দেখছে বালুরঘাট থানার পুলিশ।

আরও পড়ুন: বিজেপি বিধায়ক শীতল কাপাটকে দেখতে হাসপাতালে হাজির শুভেন্দু, কথা বললেন থানাতেও