মঙ্গলবার দিল্লির কৃষি ভবন থেকে আটক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তিনিই নন, আটক করা হয় তৃণমূলের একাধিক সাংসদ-বিধায়কদের। অভিযোগ, সূর্যাস্তের পরও টেনে হিঁচড়ে থানায় নিয়ে যাওয়া হয় মহিলাদের। চ্যাংদোলা করে দিল্লি পুলিশের গাড়িতে তোলা হয় সাংসদ মহুয়া মৈত্রকে। এই ঘটনা চাউর হতেই এ রাজ্যের বিভিন্ন জেলায় গতকাল থেকে পথে নেমেছেন তৃণমূল কর্মী সমর্থকরা। জেলায়-জেলায় পথে নেমে টাওয়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।
ভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের নেতাদের সঙ্গে দিল্লি পুলিশের দুর্ব্যবহারের প্রতিবাদে বিক্ষোভ তৃণমূলের। দুর্গাপুর রেল স্টেশন সংলগ্ন আপ রেলগেটে রেল লাইনে বসে অবস্থান বিক্ষোভ দেখাল তৃণমূল । দুর্গাপুর পশ্চিমের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বনাথ পারিয়ালের নেতৃত্বে প্রায় আধ ঘন্টা চলে অবস্থান বিক্ষোভ।
অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের নেতাদের সঙ্গে দিল্লি পুলিশের দুর্ব্যবহারের প্রতিবাদে বিক্ষোভ তৃণমূলের। দুর্গাপুর রেল স্টেশন সংলগ্ন আপ রেলগেটে রেল লাইনে বসে অবস্থান বিক্ষোভ দেখায় তৃণমূল । দুর্গাপুর পশ্চিমের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বনাথ পারিয়ালের নেতৃত্বে প্রায় আধ ঘন্টা চলে অবস্থান বিক্ষোভ।
অভিষেকের আটক নিয়ে মুখ খুললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তিনি জানান, তাঁর সঙ্গে বা আন্দোলনরত যোগ্য প্রার্থীদের সঙ্গে যা করা হয়েছে সেইরকমই হবে। যদিও তিনি একথাও বলেন, “যদি অন্যায় ভাবে অভিষেককে আটক করা হয়ে থাকে তাহলে সেটাও মেনে নেওয়া যায় না।”
কোচবিহারের দিনহাটা শহরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল দিনহাটা তৃণমূল কংগ্রেস। গতকাল রাত দশটা তিরিশ নাগাদ দিনহাটার পাঁচ মাথার মোড়ে পথ অবরোধ করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এদিন এই পথ অবরোধে নেতৃত্ব দেন দিনহাটা শহরের পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী, এছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা শহরের তৃণমূল নেত্রী মৌমিতা ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি পার্থ সাহা সহ অনেকেই। বেশ কিছুক্ষণ পথ অবরোধ চলে দিনহাটার পাঁচ মাথার মোড়ে এরপর কুষ পুতুল দাহ করে বিক্ষোভ দেখায় নেতৃত্বরা।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আটকের প্রতিবাদে বিক্ষোভ। মালদহর রথবাড়িতে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ তৃণমূলের। অন্যদিকে মালদা টাউন স্টেশনেও বিক্ষোভ। রেল অবরোধ এর চেষ্টা।
একই ছবি পশ্চিম মেদিনীপুরেও। মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মা এলাকায় জাতীয় সরকার উপর বিক্ষোভ কর্মসূচি তৃণমূল নেতৃত্বের। ধর্মায় ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর রীতিমতো টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন তৃণমূল শিবিরের। রাত ১১ টা থেকে কিছুক্ষণের জন্য জাতীয় সড়কের উপর টায়ার চালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় তৃণমূলের তরফে।
হুগলির উত্তরপাড়ার পুরপ্রধান দিলীপ যাদবের নেতৃত্বে বিক্ষোভে সামিল হন তৃণমূল নেতা কর্মীরা। উত্তরপাড়া সখের বাজারে জিটি রোডের পাশে বিক্ষোভ দেখান তাঁরা।
পূর্ব মেদিনীপুরের কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ির অদূরে কাঁথির সেন্ট্রাল বাস স্ট্যান্ড এলাকায় পথ অবরোধ বিক্ষোভ তৃণমূল নেতা কৰ্মীদের। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন ঘাসফুলের কর্মী সমর্থকরা।