Bankura: চোখের সামনে ‘আকাশ’ থেকে মাটিতে আছড়ে পড়ল চড়ক ভক্তরা! নববর্ষের আগের রাতেই ভয়াবহ কাণ্ড
Bankura: গাজন মেলার এটাই নাকি একটা আর্কষণীয় বিষয়। ফলত, ওই চড়ক ঘোরা দেখতে তখন মেলা প্রাঙ্গনে জড়ো হয়েছিলেন বহু মানুষ। তাদের চোখের সামনেই ঘটে গেল বিপত্তি।

বাঁকুড়া: চড়ক ভেঙে গাজন মেলায় বিপত্তি। ঘটনা বাঁকুড়ার ওন্দা থানার খামাড়বেড়িয়া গ্রামের। সেখানে চড়ক সংক্রান্তির মেলায় চড়ক ভেঙে আহত হলেন বেশ কয়েকজন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিবছরই চড়ক পুজোর পর হয় চড়ক ঘোরার পর্ব। নববর্ষের আগের রাতে সেই পর্বেই আহত হয় বেশ কয়েকজন।
ঠিক কী হয়েছিল?
সোমবার চড়ক পুজো মেটার পর চড়ক ঘোরার পর্বের আয়োজন করেছিলেন কর্তৃপক্ষ। গাজন মেলার এটাই নাকি একটা আর্কষণীয় বিষয়। ফলত, ওই চড়ক ঘোরা দেখতে তখন মেলা প্রাঙ্গনে জড়ো হয়েছিলেন বহু মানুষ। তাদের চোখের সামনেই ঘটে গেল বিপত্তি।
এই চড়ক ঘোরানোর সময় ভক্তদের পিঠ ফুঁড়ে দড়ি বেঁধে ঝুলিয়ে দেওয়া হয় চড়কের সঙ্গে। তারপর শুরু হয় ঘোরানোর পর্ব। গতকালও ঠিক এমনটাই হয়েছিল। কিন্তু এক-দু’পাক ঘুরতেই হঠাৎ করে ভেঙে পড়ে চড়কটি। স্থানীয় এক বাসিন্দা জানাচ্ছেন, চড়কের উপরের থাকা লোহার চরকি ও তার সঙ্গে বাঁধা বাঁশ-সহ ভক্তরা উপর থেকে আছাড় খেয়ে মাটিতে পড়ে। গোটা ঘটনায় গুরুতর আহত হয়েছেন দু’জন।
স্থানীয়দের উদ্যোগেই আহতদের নিয়ে যাওয়া হয় ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে। কিন্তু সেখানে গিয়েও আহতদের পরিস্থিতি যখন হাতের বাইরে বেরতে শুরু করে। সেই সময়ই তাদের স্থানান্তরিত করে দেওয়া হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। সেখানেই রাত অবধি চিকিৎসাধীন থাকেন দুই আহত।





