Adhir Chowdhury: ‘তৃণমূল ৫০ হাজার ভোটে জিতলে রাজনীতি ছেড়ে দেব’, সাগরদিঘিতে ফিরহাদকে চ্যালেঞ্জ অধীরের

ফিরহাদকে চ্যালেঞ্জ ছুড়ে অধীর চৌধুরী বলেন, "হিম্মত থাকলে শান্তিপূর্ণ ভোট হোক। তারপর আমার প্রশ্নের জবাব দিয়ে যাক।"

Adhir Chowdhury: তৃণমূল ৫০ হাজার ভোটে জিতলে রাজনীতি ছেড়ে দেব, সাগরদিঘিতে ফিরহাদকে চ্যালেঞ্জ অধীরের
সাগরদিঘিতে প্রচারে অধীর চৌধুরী।

| Edited By: Sukla Bhattacharjee

Feb 18, 2023 | 10:28 PM

সাগরদিঘি: ভোট যত এগিয়ে আসছে, ততই সরগরম হয়ে উঠছে মুর্শিদাবাদের সাগরদিঘি (Sagardighi)। রাজনৈতিক নেতাদের মধ্যে ক্রমশ জোরাল হচ্ছে পারস্পরিক আক্রমণ। সাগরদিঘি উপ-নির্বাচন নিয়ে এবার ফিরহাদ হাকিমের মন্তব্যের পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)। পাশাপাশি ফিরহাদ হাকিমকে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন তিনি।

ফিরহাদ হাকিমের ৫০ হাজার ভোটে তৃণমূল কংগ্রেসের জয়ী হওয়া মন্তব্য প্রসঙ্গে এদিন পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন বহরমপুরের সাংসদ তথা প্রদেশ সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন, “এখান থেকে যদি তৃণমূল কংগ্রেস ৫০ হাজার ভোটে জেতে তাহলে আগামী বিধানসভায় আমি রাজনীতি করা ছেড়ে দেব।” একইসঙ্গে তিনি বলেন, “হিম্মত থাকলে শান্তিপূর্ণ ভোট হোক। তারপর আমার প্রশ্নের জবাব দিয়ে যাক।”

বর্তমানে গোটা রাজ্যে আইন-শৃঙ্খলা নেই অভিযোগ তুলে অধীর চৌধুরী বলেন, “বর্তমানে বাংলা ধর্ষণ, চুরি, লুঠেরাদের বাংলা হয়ে উঠেছে। কোনও আইন-শৃঙ্খলা নেই।” আসন্ন ভোটে সন্ত্রাস করাতে তৃণমূল নেতারা সাগরদিঘিতে আসছেন বলেও অভিযোগ তোলেন বহরমপুরের সাংসদ। এপ্রসঙ্গে তিনি বলেন, “এর আগে জেলায় ভোট লুঠ হয়েছে। পুরভোটের সময় বহরমপুর পুরসভাও লুঠ হয়েছে।” দলের নির্দেশেই ভোট-লুঠ, সন্ত্রাস চলছে বলেও দাবি জানান অধীর চৌধুরী।

প্রসঙ্গত, উপ-নির্বাচনের প্রচারে এদিন সাগরদিঘি যান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। বিভিন্ন জায়গায় রোড শো করার পর রতনপুরে জনসভা করেন তিনি। সেই জনসভা থেকে বিজেপির পাশাপাশি কংগ্রেসকেও একহাত নেন ফিরহাদ। বাম-কংগ্রেস জোট নিয়ে তোপ দেগে অধীর চৌধুরীকে ‘ডন’ বলেও কটাক্ষ করেন তিনি।