AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Royal Bengal Tiger: উত্তরে দক্ষিণরায়! ২৩ বছর পর বক্সার জঙ্গলে রয়্যাল বেঙ্গল

Jalpaiguri: এর আগে দেখা ১৯৯৮ সালে দেখা মিলেছিল রয়্যাল বেঙ্গলের।

Royal Bengal Tiger: উত্তরে দক্ষিণরায়! ২৩ বছর পর বক্সার জঙ্গলে রয়্যাল বেঙ্গল
বক্সার জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার (নিজস্ব ছবি)
| Edited By: | Updated on: Dec 11, 2021 | 9:45 PM
Share

বক্সা: নাহ সুন্দরবন (Sundarban) নয়। এবার উত্তরে দর্শন মিলল রয়াল বেঙ্গলের (Royal Bengal tiger)। প্রায় তেইশ বছর পর বক্সার (Buxar Forest) জঙ্গলে দেখা মিলল এই বাঘের (Tiger)। ট্র্যাপ ক্যামেরায় দেখা মিলেছে সেই বাঘের ছবি। জল খেতে দেখা গেল বাঘটিকে।

বলাই চলে বাঘের জন্য সুদিন আমাদের রাজ্যে। এই মুহুর্তে সুন্দরবনে চলছে ব্যাঘ্র সুমারি। তার মধ্য়েই এই রয়্যাল বেঙ্গলের দর্শন মিলল বক্সার জঙ্গলে। নিঃসন্দেহে খুশির খবর বনদফতরের কাছে।

বন দফতর সূত্রে খবর, দীর্ঘ প্রায় তেইশ বছর পরে রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মিলল বক্সার জঙ্গলে। সেই ছবি ক্যামেরা বন্দী হয়েছে। এটা পরিবেশ প্রেমীদের কাছে অত্যন্ত আনন্দের খবর। একদিকে, যখন বক্সা ব্যাঘ্র প্রকল্প নিয়ে বারবার আলোচনা হচ্ছিল। আদৌ এই জঙ্গলে বাঘ আছে কিনা?থাকলেও দেখা যাচ্ছে না কেন? তখন দাঁড়িয়ে আজকের ছবি প্রমাণ করে দিল যে বাঘেরর অস্তিত্ব রয়েছে। এরপর আরও বিস্তারিত খোঁজ নিয়ে জানা যাবে।

এই বিষয়ে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “রাজ্যের কাছে খুশির খবর। কিছুদিন আগেই সুন্দরবনে ব্যাঘ্র সুমারি শুরু হয়ে গিয়েছে। অনেকেই আমাদের বলেছিল যে রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যাচ্ছে না। বক্সা বাঘ শূন্য হয়ে গিয়েছে। ১৯৯৮ পর ফের দর্শন মিলল রয়্যাল বেঙ্গলের। বক্সার বড় সমস্যা হল এর পূর্ব এবং পশ্চিমে রেঞ্জ রয়েছে। ১৯৩৮ এ কয়েকজন মানুষকে নিয়ে আসা হয় কাজ করার জন্য। পরবর্তীকালে তারা ফিরে না গিয়ে এখানেই বসবাস করে। তাই ব্যক্তিগত ভাবে আমার মনে হয়েছে বাঘের সঙ্গে ওদের সমস্যা হতে পারে। তাই জঙ্গলের ওই চারটি গ্রামের পরিবারকে আমরা সরাতে চাইছি। তাদের অনুমতি নিয়েই আমরা তাদের সরাব। তাহলে হয়ত আরও বাঘের দেখা মিলবে। ”

আরও পড়ুন: Mother kills Baby: ‘দিদির খুব টাকার লোভ’, প্রেমিকের কথায় ২ বছরের শিশুকন্যাকে বালিশ চাপা দিয়ে খুন মায়ের! 

আরও পড়ুন: Durgapur: বান্ধবীর সঙ্গে অভব্য ব্যবহার, প্রতিবাদ করায় যুবককে বেধড়ক মার ‘সিনিয়রদের’

আরও পড়ুন: Omicron: ওমিক্রন-মুক্ত পুনের একরত্তি, উপসর্গহীন ৩ বছরের শিশুও