AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mother kills Baby: ‘দিদির খুব টাকার লোভ’, প্রেমিকের কথায় ২ বছরের শিশুকন্যাকে বালিশ চাপা দিয়ে খুন মায়ের! 

extramarital affair: বোনের দাবি, দিদির টাকার লোভ খুব। তাই পাশের গ্রামের এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়ান। সেই প্রেমিকের কথাতেই নিজের শিশুকন্যাকে খুন করছেন দিদি!

Mother kills Baby: 'দিদির খুব টাকার লোভ', প্রেমিকের কথায় ২ বছরের শিশুকন্যাকে বালিশ চাপা দিয়ে খুন মায়ের! 
বালিশ চাপা দিয়ে শিশুকে মেরে স্বীকারোক্তি মায়ের! নিজস্ব চিত্র।
| Edited By: | Updated on: Dec 11, 2021 | 8:08 PM
Share

পশ্চিম মেদিনীপুর: ‘দুধ খেতে গিয়ে মেরেছিল। বালিশ চাপা দিয়ে দিয়েছি।” শিশুকন্যাকে খুন করে এমন সরল ভাবেই জানিয়ে দিলেন মা! অন্যদিকে প্রতিবেশীদের অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই বাচ্চাকে খুন করেছেন ওই মহিলা। অভিযুক্তার বোনের দাবি, দিদির টাকার লোভ খুব। তাই পাশের গ্রামের এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়ান। সেই প্রেমিকের কথাতেই নিজের শিশুকন্যাকে খুন করছেন দিদি! শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার উত্তরবাড় গ্রামে।

মায়ের হাতে খুন ২ বছরের শিশু। সেটা মা আবার নিজের মুখেই স্বীকার করে নিয়েছেন। তার পর অভিযুক্তাকে আটক করেছে পিংলা থানার পুলিশ। পাশাপাশি আটক করা হয়েছে আরও এক ব্যাক্তিকে। প্রতিবেশীজদের অভিযোগ, ওই যুবকের সঙ্গে সম্পর্কের জেরেই খুন নিজের শিশুকন্যাকে খুন করেন পূজা নামে ওই মহিলা।

জানা গিয়েছে, বছর কয়েক আগে ময়না থানার আসনান গ্রামের বাসিন্দা পূজার বিয়ে হয় পিংলার উত্তরবাড় গ্রামের দেবাশিস জানার। বিয়ের এক বছর পর এই উত্তরবাড় গ্রামেরই বাসিন্দা দেবাশিস মণ্ডল নামে এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভুত সম্পর্কে জড়িয়ে পড়েন পূজা জানা। পূজার স্বামী রাজমিস্ত্রির কাজে ভিন রাাজ্যে থাকেন। এখন সুদূর আন্দামানে রয়েছেন। তাঁর অনুপস্থিতিতে পূজার শ্বশুরবাড়িতে অবাধ যাতায়াত প্রেমিক দেবাশিস মণ্ডলের। এমনটাই জানাচ্ছেন প্রতিবেশীরা।

শনিবার দুপুরে হঠাৎই গ্রামের লোকজন শুনতে পান লেপ চাপা পড়ে পূজার ২ বছরের বাচ্চা মারা গেছে। বাড়ির অন্যান্যরাও বাচ্চাটির মারা যাওয়ায় কান্নাকাটি শুরু করে। কিন্তু শিশুর মায়ের কিছু কথাবার্তায় সন্দেহ হয় প্রতিবেশীদের। তাঁকে চেপে ধরলে তিনি স্বীকার করেন, নিজেই বালিশ চাপা দিয়ে মেরে দিয়েছেন বাচ্চাটিকে। বলেন, দুধ খাওয়ার সময় দুষ্টুমি করার জন্য বাচ্চাকে বালিশ চাপা দিয়ে দেন তিনি! বোন যোগ করেন, “দিদি বলেছে, দেবার কথাতেই মেরেছি। ওর সঙ্গে ভালবাসার সম্পর্ক ছিল। বলত, ওর প্রচুর টাকা। জীবনে টাকার দরকার।” দিদির চূড়ান্ত শাস্তির দাবি করেন বোন।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। বহু মানুষ ভিড় করে সেখানে। খবর দেওয়া হয় পূজা জানার বাপের বাড়িতেও। পূজার বোনের কথায়, “দিদি নিজেই বলছে বাচ্চাটাকে মেরে ফেলেছে।” দুধ খাওয়ার সময় দুষ্টুমি করতে হাতের মোবাইল ফোন রেখে পাশে রাখা বালিশ দিয়ে শিশুর মুখের উপর চেপে ধরেন তিনি। তার পরেই মৃত্য়ু হয় শিশুটির। এর মধ্যে ঘটনাস্থলে আসে পিংলা থানার পুলিশ। পুলিশ সন্ধ্যা নাগাদ উত্তরবাড় গ্রামে গিয়ে অভিযুক্তা মা ও তাঁর প্রেমিককে আটক করে নিয়ে যায় থানায়।

আরও পড়ুন: Paschim Medinipur: সম্পত্তি নিয়ে বিবাদ, রাতের অন্ধকারে দাদাকে মারতে রিভলবার হাতে দুয়ারে ভাই!