একুশের নির্বাচনের আগে মমতার আরও চিন্তা বাড়ল, দল গড়বেন আব্বাস সিদ্দিকি

সৌরভ পাল |

Dec 06, 2020 | 12:15 PM

“মিথ্যা কথা বলা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের সংখ্যালঘুদের উন্নয়নের জন্য তিনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বিগত ১০ বছরে সংখ্যালঘুদের সমর্থন উপভোগ করা ছাড়া তিনি আর কিছুই করেননি।"

একুশের নির্বাচনের আগে মমতার আরও চিন্তা বাড়ল, দল গড়বেন আব্বাস সিদ্দিকি
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: একদিকে দলে ভাঙন। অন্যদিকে বিজেপির বাড়বাড়ন্ত। তার ওপর রাজ্যে বাম ও কংগ্রেস জোটের সাঁড়াশি চাপ। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা আরও বাড়ালেন আব্বাওস সিদ্দিকি। একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে নতুন দল তৈরি করতে চলেছেন ফুরফুরা শরিফের পিরজাদা আব্বাস সিদ্দিকি। ওয়াকিবহাল মহলের মতে, এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় যে সংখ্যালঘু ভোটের উপর দাঁড়িয়ে একের পর এক ভোটের বৈতরণী পার করেছেন, আব্বাস সিদ্দিকির দল এলে সেই ভোট ভাগাভাগি হয়ে যাবে। এতে একদিকে যেমন তৃণমূলের মুসলিম ভোট কমবে। অন্যদিকে ভোট কাটাকুটির ফায়দা পাবে বিজেপি।

আরও পড়ুন: শুভেন্দুর সাংবাদিক বৈঠকে নজর দিলীপের

রাজ্যের অন্তত ৯০টি বিধানসভা কেন্দ্রে প্রভাব রয়েছে ফুরফুরা শরিফের। সেদিক থেকে দেখতে গেলে আব্বাস সিদ্দিকি নতুন দল গঠন করলে তা স্বাভাবিকভাবেই তৃণমূলের রক্তচাপ আরও বাড়াবে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের।

আরও পড়ুন: শুভেন্দু অনুগামীদের ছাঁটাই, মানসিক চাপ আরও বাড়ছে শিশির অধিকারীর

অতিসম্প্রতি একটি সাক্ষাৎকারে পিরজাদা আব্বাস সিদ্দিকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগে বলেন, “মিথ্যা কথা বলা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের সংখ্যালঘুদের উন্নয়নের জন্য তিনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বিগত ১০ বছরে সংখ্যালঘুদের সমর্থন উপভোগ করা ছাড়া তিনি আর কিছুই করেননি। সংখ্যালঘুদের জন্য অনেক উন্নয়ন করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবি সর্বৈব মিথ্যা। তিনি ভাষণে বড় বড় কথা বলেন, কিন্তু কাজের বেলায় লবডঙ্কা। এমনকি মাদ্রাসাগুলোতেও নিয়োগ বন্ধ করে দিয়েছেন। আমরা নিজেদের দল গঠন করে মুসলিমদের অধিকারের জন্য লড়ব। গরিবের অধিকারের জন্য লড়াই করব।”

Next Article