শুভেন্দুর সাংবাদিক বৈঠকে নজর দিলীপের

রবিবার কলকাতায় সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর।

শুভেন্দুর সাংবাদিক বৈঠকে নজর দিলীপের
Follow Us:
| Updated on: Dec 06, 2020 | 10:43 AM

শঙ্করপুর: তৃণমূলে যখন শুভেন্দু (Suvendu Adhikari) পর্বের প্রায় ইতি ঘটছে, জেলায় ‘দাদা অনুগামী’-দের ডানা ছাঁটা হচ্ছে, ঠিক তখনই পূর্ব মেদিনীপুরে জাঁকিয়ে বসতে শুরু করছে বিজেপি।  জেলা সফরে বেরিয়ে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) প্রথম ‘টার্গেট’ এখন পূর্ব মেদিনীপুর। রামনগরের সভা করেন তিনি। সেই সভা শেষ করে শনিবারই শঙ্করপুর পৌঁছেছেন দিলীপ। সেখানেই রাত্রি যাপন। রবিবার সকালে চায়ের আড্ডায় ফের শুরু হয় দিলীপের চর্চা।

এদিন রাজ্য বিজেপি সভাপতির ‘চায়ে পে চর্চায়’ উঠে আসে সারদা কর্তা সুদীপ্ত সেনের (Sudipta Sen) চিঠির প্রসঙ্গ। ওই চিঠিতে মুকুল রায়ের (Mukul Roy) নাম থাকা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “মুকুলের বিরুদ্ধে সারদার টাকা নেওয়ার অভিযোগের সত্যতা যাচাই করে দেখা হবে। ”

আরও পড়ুন : ‘স্তাবকতা করলে নম্বর বেশি, তাই আমার নম্বর কম’, বিস্ফোরক রাজীব

এদিকে রবিবার কলকাতায় সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর। কী বলবেন তৃণমূলের এই বিদ্রোহী নেতা? দিলীপ ঘোষ নিজে এই সাংবাদিক বৈঠকে নজর রাখবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। একই সঙ্গে এদিন বিজেপির সদর দরজা খুলে রেখে তিনি দলত্যাগীদের প্রতি আহ্বান করেন, “আমাদের দরজা খোলা আছে। যারা আসতে চান, আসুন। আর যারা এখনও মন ঠিক করতে পারেননি, তারা আরও একটু ভাবুন। কাজ করতে চাইলে, বিজেপি সেই কাজের জায়গা দেবে।”

আরও পড়ুন : শুভেন্দু অনুগামীদের ছাঁটাই, মানসিক চাপ আরও বাড়ছে শিশির অধিকারীর

এদিন সকালে চায়ের আড্ডার পর দিঘার সমুদ্র সৈকতে যান রাজ্য বিজেপি সভাপতি। সেখানে দলীয় নেতাকর্মী ছাড়াও সমর্থকদের সঙ্গে বার্তালাপ হয় তাঁর। দিলীপ ঘোষের সঙ্গেই এই জেলা সফরে উপস্থিত রয়েছেন জয়প্রকাশ মজুমদার, মাফুজা খাতুন ও অনুপ চক্রবর্তী সহ আরও বিজেপি নেতৃত্বরা।