New Town: হঠাৎ আরও এক ভাই জুটে গেল! বাবার তৃতীয় সন্তানের নাম শুনে হতবাক বড় ছেলে
SIR: খসড়া তালিকা প্রকাশের পর জানতে পারেন তাঁর আরও এক ভাই আছেন, যাঁর নাম সূরজ বিশ্বাস। সূরজ তাঁর বাবার নাম হিসেবে ফেলারাম বিশ্বাসের নাম উল্লেখ করেছেন। অভিযোগ, আসলে এই সূরজ বাংলাদেশি। উত্তম জানান, তাঁরা চার ভাই-বোন।

নিউটাউন: মোবাইল চুরি, গলার হার চুরি, এসব তো শুনেছেন। তাই বলে বাবা চুরি! এরকমও হয়! পশ্চিমবঙ্গে এসআইআর আবহে এমনই এক গুরুতর অভিযোগ উঠল খোদ কলকাতার উপকন্ঠে। নিউ টাউনে এক ব্য়ক্তি জানতে পারলেন তাঁর আরও এক ভাইও আছেন। ইতিমধ্যেই নিউটাউন থানায় গিয়ে অভিযোগ দায়ের করে এসেছেন তিনি।
রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রে বালিরবাগান এলাকার বাসিন্দা ফেলারাম বিশ্বাস। তাঁর ২০২১ সালে মৃত্যু হয়। তাঁর তিন সন্তান, দুই ছেলে এবং দুই মেয়ে। বড় ছেলে উত্তম বিশ্বাস অন্তত সেটাই জানতেন। কিন্তু খসড়া তালিকা প্রকাশের পর জানতে পারেন তাঁর আরও এক ভাই আছেন, যাঁর নাম সূরজ বিশ্বাস। সূরজ তাঁর বাবার নাম হিসেবে ফেলারাম বিশ্বাসের নাম উল্লেখ করেছেন। অভিযোগ, আসলে এই সূরজ বাংলাদেশি।
এসআই আর আবহে তথ্য সামনে আসে যে ফেলারামের তিন ছেলে। বড় ছেলে উত্তম বিশ্বাসের দাবি, সূরজ বিশ্বাস নামে ওই যুবক ফেলারাম বিশ্বাসের বাড়ির পাশেই থাকতেন। সেই সূত্রে ফেলারামের পরিবারের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠতা তৈরি হয়। সচিত্র পরিচয়পত্র ব্যবহার করে ভোটার তালিকায় নাম তুলে ফেলেছেন সেই সূরজ।
খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পরই ফেলারাম বিশ্বাসের বড় ছেলে উত্তম বিশ্বাসের চক্ষু চড়কগাছ। তাঁর বাবার নাম ব্যবহার করে প্রতিবেশী বাংলাদেশি যুবক সূরজ বিশ্বাস ভোটার তালিকায় নাম তুলেছেন বলে অভিযোগ। উত্তম বিশ্বাসের দাবি, সূরজ তাঁর প্রতিবেশী ছিলেন, বাড়িতে আসা-যাওয়াও করতেন। ফেলারামকে বাবা বলে ডাকতেন তিনি, কিন্তু উত্তমদের সঙ্গে কোনও রক্তের সম্পর্ক ছিল না। তিনি আরও জানান, তাঁর দুই ভাই ও তাঁদের দুই বোন রয়েছে। ফেলারামের চার সন্তানের নাম উত্তম বিশ্বাস, রামকৃষ্ণ বিশ্বাস, উজিতা বিশ্বাস এবং রেবা বিশ্বাস।
এই অভিযোগ সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছেন সূরজ বিশ্বাস। তাঁর দাবি, ফেলারাম বিশ্বাসের তিন ছেলে এবং দুই মেয়ে। দাদার সঙ্গে পারিবারিক অশান্তির কারণে দাদা এইসব কথা বলছেন, এমনটা দাবি সূরযের। ওই ব্যক্তি রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের ১১৯ নম্বর পার্টের বিজেপির বুথ সভাপতি বলে জানা গিয়েছে।
