Alipurduar: গরু চুরি নিয়ে রণক্ষেত্র আলিপুরদুয়ার, চলল বেপরোয়া ভাঙচুর, জ্বলল আগুন

Sujit Roy | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 22, 2024 | 5:08 PM

Alipurduar: সকাল হতেই খবর পেয়ে ছুটে যান চুরি যাওয়া মহিষ ও গরুর মালিক। গরু চুরির ঘটনা জানাজানি হতেই আশপাশ থেকে গ্রামের বাসিন্দারা জড়ো হন ওই এলাকায়। এরই ফাঁকে পিকআপ ভ্যানের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

Alipurduar: গরু চুরি নিয়ে রণক্ষেত্র আলিপুরদুয়ার, চলল বেপরোয়া ভাঙচুর, জ্বলল আগুন
আলিপুরদুয়ারে চরম উত্তেজনা
Image Credit source: TV9 Bangla

Follow Us

আলিপুরদুয়ার: বাইরাগুড়ি এলাকায় ২ গরু ‘চোর’কে হাতেনাতে ধরলেন স্থানীয় বাসিন্দারা। চুরিতে ব্যবহৃত পিকআপ ভ্যানেও চলল  ভাঙচুর। পরে পুলিশ গিয়ে দুই অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।   জানা গিয়েছে, রবিবার মধ্যরাতে এলাকায় সন্দেহজনক অবস্থায় একটি অসম নম্বরের পিকআপ ভ্যান দেখতে পান আলিপুরদুয়ার ১ নম্বর ব্লক বঞ্চুকামারি গ্রাম পঞ্চায়েতের বাইরাগুড়ি এলাকার স্থানীয় বাসিন্দারা। গাড়িটির থেকে একটু দূরেই মাঠে ২ টি মহিষ ও ১ টি গরুকেও বাধা অবস্থায় দেখতে পান। তখনই সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। এরপরেই গাড়িতে থাকা এক কর্মীকে আটক করেন স্থানীয় গ্রামের বাসিন্দারা। রাতভোর চলে জিজ্ঞাসাবাদ। সঙ্গে উত্তম মধ্যমও।

সকাল হতেই খবর পেয়ে ছুটে যান চুরি যাওয়া মহিষ ও গরুর মালিক। গরু চুরির ঘটনা জানাজানি হতেই আশপাশ থেকে গ্রামের বাসিন্দারা জড়ো হন ওই এলাকায়। এরই ফাঁকে পিকআপ ভ্যানের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। জেরায় চুরির সঙ্গে  স্থানীয় এক ব্যক্তির যোগ থাকার ঘটনা প্রকাশ্যে আসে। তাতেই ক্ষেপে ওঠেন স্থানীয় বাসিন্দারা। এরপরে সেই ব্যক্তিকেও আটক করেন স্থানীয় বাসিন্দারা।

তার মধ্যেই স্থানীয় বাসিন্দা দুই অভিযুক্তকে তাঁর বাড়ির ভেতরে আটকে রাখেন। বাইরে ভাঙচুর চলতে থাকে গরু চুরি করতে আসা পিক আপ ভ্যানটিকে। খবর পেয়ে আলিপুরদুয়ার থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। যান আলিপুরদুয়ারের মহাকুমা পুলিশ আধিকারিক।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে একজন স্থানীয় অপরজন অসমের বাসিন্দা।

Next Article