
আলিপুরদুয়ার: এক হাতি প্রাণ কেড়ে নিল তিন মহিলার। গুরুতরভাবে জখম আরও এক। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জাতীয় উদ্যানের মেন্দাবাড়ির জঙ্গলে। স্থানীয় সূত্রে খবর, কালচিনি ব্লকের দক্ষিণ মেন্দাবাড়ি এলাকা থেকে প্রায় ১০ জন মহিলা এজিন জঙ্গলে জ্বালানির জন্য কাঠ আনতে গিয়েছিল। কাঠ সংগ্রহ করে ফেরার পথেই ঘটে যায় ঘটনাটা।
দলে থাকা অন্যান্য মহিলারা জানাচ্ছেন, তাঁরা যখন ফেরার জন্য বাড়ির পথ ধরেছেন তখনই আচমকা একটা দাঁতাল জঙ্গবের বুক চিড়ে তাঁদের দিকে তেড়ে আসে। মুহূর্তেই তিন মহিলাকে শূড়ে তুলে আছাড় মারতে থাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। আরও একজনকে আক্রমণ করে হাতি। তিনিও গুরুতরভাবে জখম হয়েছেন। ভর্তি রয়েছেন আলিপুরদুয়ার জেলা হাসপাতালে।
ইতিমধ্যেই চাঁদমনি ওরাও, রেখা বর্মন নামে দু’জনের দেহ উদ্ধার হয়েছে। শুক্রবার ময়নাতদন্ত হবে বলে জানা যাচ্ছে। আরও একজনের দেহের খোঁজে জঙ্গলে তল্লাশি চলছে বলে খবর। মাঠে নেমেছে পুলিশ, বন দফতরের আধিকারিকেরা। আহত মহিলাকে দেখতে এদিন হাসপাতালে আসেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব। ঘটনায় শোক প্রকাশ করেছেন চিনি।