Abhishek Banerjee: ‘মাত্র ২৫০ টাকা পাই…’, মঞ্চে উঠে বললেন চা শ্রমিক, শুনেই বড় আশ্বাস অভিষেকের
Tea Worker: একটি চিরকুটে ছিল এক চা শ্রমিকের প্রশ্ন। মজুরি বাড়ানোর দাবি জানিয়ে এদিন চিরকুটে লিখেছিলেন তিনি। প্রশ্ন শুনেই তাঁকে মঞ্চে ডেকে নেন অভিষেক। মঞ্চে উঠে একগুচ্ছ অভিযোগ করেন ওই চা শ্রমিক। তিনি বলেন, "দিনে ২৫০ টাকা মজুরি। আমাদের ১৪ দফা দাবি শোনা হচ্ছে না। বাড়ি মিলছে না। ওষুধ নেই।"

আলিপুর: ভোটের আগে পরপর সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারুইপুরের পর আজ শনিবার আলিপুরদুয়ারে পৌঁছে গিয়েছিলেন তিনি। বাকি সভার মতো এদিনও মঞ্চ থেকে একের পর এক বার্তা দেন অভিষেক। যে জেলায় পাঁচটি আসনেই হেরে গিয়েছিল তৃণমূল, সেখানে বিজেপির বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানালেন স্বভাবসিদ্ধভাবেই। তবে চমকটা ছিল শেষে। মঞ্চের সঙ্গে তৈরি করা র্যাম্পে দাঁড়িয়ে একে একে উপস্থিত শ্রোতাদের প্রশ্ন নিলেন অভিষেক। চিরকুটে লেখা প্রশ্নের উত্তর দিলেন পরপর।
একটি চিরকুটে ছিল এক চা শ্রমিকের প্রশ্ন। মজুরি বাড়ানোর দাবি জানিয়ে এদিন চিরকুটে লিখেছিলেন তিনি। প্রশ্ন শুনেই তাঁকে মঞ্চে ডেকে নেন অভিষেক। মঞ্চে উঠে একগুচ্ছ অভিযোগ করেন ওই চা শ্রমিক। তিনি বলেন, “দিনে ২৫০ টাকা মজুরি। আমাদের ১৪ দফা দাবি শোনা হচ্ছে না। বাড়ি মিলছে না। ওষুধ নেই। টাকা ধার নিয়ে অ্যাম্বুল্যান্স ভাড়া করে যেতে হয়।” মঞ্চে দাঁড়িয়ে মন দিয়ে সবটা শোনেন অভিষেক। তারপর দেন বড় আশ্বাস।
অভিষেক বলেন, “আমাদের সরকার ক্ষমতায় আসার আগে মজুরি ছিল ৬০ টাকা। ধাপে ধাপে বাড়িয়ে ২৫০ টাকা করা হয়েছে। আমি জানি এই টাকায় ঘর-সংসার চলে না। এরপরই তিনি আশ্বাস দেন, ৩-৪ মাসের মধ্যে নতুন সরকার গঠন হলে প্রথম প্রায়োরিটি হবে আলিপুরদুয়ার।” অভিষেক বলেন, “দরকার হলে আবার আসব। অথবা সিনিয়র কাউকে পাঠাব। রাজ্য সরকার, লেবার ইউনিয়ন আর চা বাগানের ম্যানেজমেন্টের মধ্যে ত্রিপাক্ষিক মিটিং হবে। ৩০০ টাকা ডেইলি ওয়েজ করে দেওয়া হবে।”
পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাস রুটের কথা ঘোষণা করেছিলেন, সেটাও আগামী সোমবার থেকে চালু হয়ে যাবে বলে জানিয়েছেন অভিষেক। পাঁচটি বাস চালু হয়ে যাবে।
