Alipurduar: ‘পুলিশ বলেই সাবধান করছি আপনাকে…’, কিন্তু সেই ‘পুলিশই’… মাঝরাস্তাতেই ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার শিক্ষিকা

Alipurduar: শনিবার সওয়া দশটা নাগাদ আলিপুরদুয়ার মহাকালধাম এলাকা দিয়ে পেশায় শিক্ষিকা ঝুমা কর যাচ্ছিলেন। বাড়ি থেকে বেরিয়ে মহাকাল ধামের মেইন রোডের দিকে যাচ্ছিলেন, সেই সময় বাইকে করে দু'জন গিয়ে তাঁকে পুলিশের পরিচয় দিয়ে গলায় সোনার চেন, হাতের চুরি খুলে ব্যাগে রাখতে বলেন।

Alipurduar: পুলিশ বলেই সাবধান করছি আপনাকে..., কিন্তু সেই পুলিশই... মাঝরাস্তাতেই ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার শিক্ষিকা
শিক্ষিকা Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 08, 2025 | 4:50 PM

আলিপুরদুয়ার: পুলিশের পোশাক পরা। আই কার্ড দেখিয়েই মহিলার সামনে এসে দাঁড়ান এক ব্যক্তি। মহিলার গলার সোনার চেন খুলে রাখার পরামর্শ দিয়েছিলেন তিনি। মহিলা সাবধান হয়ে শুনেওছিলেন সেকথা। তারপরই ফুড়ুৎ ‘পুলিশ’, সঙ্গে উধাও মহিলার সোনার চেন রাখা ব্যাগটিও। অভিনব কায়দায় ছিনতাইয়ের অভিযোগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য আলিপুরদুয়ার শহরে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সওয়া দশটা নাগাদ আলিপুরদুয়ার মহাকালধাম এলাকা দিয়ে পেশায় শিক্ষিকা ঝুমা কর যাচ্ছিলেন। বাড়ি থেকে বেরিয়ে মহাকাল ধামের মেইন রোডের দিকে যাচ্ছিলেন, সেই সময় বাইকে করে দু’জন গিয়ে তাঁকে পুলিশের পরিচয় দিয়ে গলায় সোনার চেন, হাতের চুরি খুলে ব্যাগে রাখতে বলেন।

শিক্ষিকা বলেন, “পুলিশের পরিচয় দিয়ে ওই ব্যক্তি বলেন, সাবধান করার জন্যই বলছি।একটা আই কার্ডও দেখান।” সেই কথা মতোই ওই শিক্ষিকা সোনার চেন এবং চুরি হাত থেকে খুলে নিজের ব্যাগে রাখতেই সেই ব্যাগ ছিনিয়ে বাইকে করে পালিয়ে যায় দুই ছিনতাইবাজ। ওই মহিলার চিৎকারে ছুটে যান স্থানীয় বাসিন্দারা।পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।  এই ধরনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার শহর জুড়ে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।