Alipurduar: কোনও নোটিস ছাড়াই বাগানে বন্ধ হয়ে গেল আরও একটি চা বাগান

Alipurduar: চার মাসের বেতন বকেয়া রয়েছে তাঁদের। এরপর এ নিয়ে সোমবার শ্রম দফতরের ডাকে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হলেও মালিকপক্ষ সেই বৈঠকে যোগ দেয়নি। এদিন কোনও বিজ্ঞপ্তি জারি না করেই বাগান ছেড়ে চলে যান ম্যানেজার।

Alipurduar: কোনও নোটিস ছাড়াই বাগানে বন্ধ হয়ে গেল আরও একটি চা বাগান
ফের বন্ধ হয়ে গেল চা বাগানImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 16, 2024 | 12:27 PM

আলিপুরদুয়ার: ফের বন্ধ হয়ে গেল আলিপুরদুয়ারের তোর্সা চাবাগান। কোনও নোটিস নেই। কর্তৃপক্ষ বাগান ছেড়ে চলে যাওয়ায় এখন সঙ্কটে ৬৫০ জন শ্রমিক। জানা গিয়েছে, কোনওরকম নোটিস না দিয়েই বাগান ছেড়েছে কর্তৃপক্ষ। ফলে অচলাবস্থা দেখা দিয়েছে কালচিনি ব্লকের তোর্সা চা বাগানে। বাগান ছেড়ে চলে গেল বাগান কর্তৃপক্ষ। চিন্তার ভাঁজ শ্রমিকদের কপালে।

শ্রমিকদের অভিযোগ, চার মাসের বেতন বকেয়া রয়েছে তাঁদের। এরপর এ নিয়ে সোমবার শ্রম দফতরের ডাকে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হলেও মালিকপক্ষ সেই বৈঠকে যোগ দেয়নি। এদিন কোনও বিজ্ঞপ্তি জারি না করেই বাগান ছেড়ে চলে যান ম্যানেজার। ইতিমধ্যেই বকেয়া বেতন প্রদানের দাবিতে কাজ বন্ধ করে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন শ্রমিকেরা।

পাশাপাশি শ্রমিকদের আরও অভিযোগ তোর্সা বাগান মালিক বিদ্যুৎ বিল পরিশোধ না করায় একাধিক শ্রমিক মহল্লায় বন্ধ বিদ্যুৎ পরিষেবা। ফলে পানীয় জলের সমস্যাতেও ভুগছেন বাগানের কয়েকশো শ্রমিক। এরমাঝে কর্তৃপক্ষ বাগান ছেড়ে চলে যাওয়ায় এখন দুশ্চিন্তায় বাগানের ৬৫০ শ্রমিক পরিবার।