Alipurduar: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ আসতেই তথ্য সংগ্রহ শুরু সিবিআইয়ের

Alipurduar: গত ২৪ অগস্ট আলিপুরদুয়ার মহিলা সমবায় ঋণদান সমিতির আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এদিকে রাজ্যের তরফে এই মামলার তদন্তভার সিআইডির হাতে ছিল। মামলাকারীদের দাবি, কয়েকজনের গ্রেফতারি হয়েছে মাত্র। এর বাইরে মামলার কোনও অগ্রগতি নেই।

Alipurduar: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ আসতেই তথ্য সংগ্রহ শুরু সিবিআইয়ের
সিবিআই তদন্ত। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 18, 2023 | 5:35 PM

আলিপুরদুয়ার: আইন মেনে যা যা করণীয়, সমস্তটা করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালতের নির্দেশ মতোই আলিপুরদুয়ারের মহিলা সমবায় ঋণদান সমিতির আর্থিক তছরূপ মামলার তদন্তে ময়দানে সিবিআই। সূত্রের খবর, আলিপুরদুয়ার জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর সুহৃদ মজুমদারের কাছে কেসের সমস্ত তথ্য নিতে হাজির হয় সিবিআইয়ের তিন প্রতিনিধি দল। দীর্ঘসময় ধরে তথ্য সংগ্রহ করে তারা।

গত ২৪ অগস্ট আলিপুরদুয়ার মহিলা সমবায় ঋণদান সমিতির আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এদিকে রাজ্যের তরফে এই মামলার তদন্তভার সিআইডির হাতে ছিল। মামলাকারীদের দাবি, কয়েকজনের গ্রেফতারি হয়েছে মাত্র। এর বাইরে মামলার কোনও অগ্রগতি নেই।

জানা গিয়েছে, ২০১৯ সালে আলিপুরদুয়ারের এই মহিলা সমবায় ঋণদান সমিতির দায়িত্বে থাকা বেশ কয়েকজনের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ ওঠে। আমানতকারীদের বক্তব্য ছিল, বহু কষ্টে আয় করা টাকা এখানে সঞ্চিত করেছিলেন তাঁরা। অথচ আমানতকারীদের অভিযোগের ভিত্তিতে সমিতির চেয়ারম্যান উপাসনা সেনগুপ্ত-সহ ৫ জন দায়িত্বপ্রাপ্তকে গ্রেফতার ছাড়া আর কিছুই করেনি।

আলিপুরদুয়ারের জেলা আদালতে এই মামলা চলাকালীনই আমানতকারীরা সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে পিটিশন দাখিল করে। কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশও দেয়। এরইমধ্যে ১২ সেপ্টেম্বর রাজ্য সরকারের তরফে সিআইডি আবারও একটি পিটিশন দাখিল করে। যদিও আদালত হাইকোর্টের আগের রায়ই বহাল রাখে। একইসঙ্গে রাজ্যকে ৫০ লক্ষ টাকা জরিমানাও করা হয়। পাশাপাশি তদন্তের সমস্ত নথি ১৮ সেপ্টেম্বরের মধ্যে সিবিআইকে দিতে বলা হয়। সেইমতোই নথি নিল সিবিআই।