Alipurduar Elephant: পায়ের জয়েন্টে সমস্যা, ঠায় দাঁড়িয়েছিল দলের বয়জ্যেষ্ঠ! ঘরে ফেরাল ‘জুনিয়র’

Sujit Roy | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 07, 2023 | 4:48 PM

Alipurduar Elephant: বনকর্মীরা টহল দেওয়ার সময় অসুস্থ হাতিটিকে দেখতে পান। তাঁরাই সঙ্গে সঙ্গে বনাধিকারিককে জানান। চিকিৎসক লিটন পালের নেতৃত্বে বক্সা ব্যাঘ্র প্রকল্প থেকে একটি ভেটেনারি টিম ঘটনাস্থলে যায়

Alipurduar Elephant: পায়ের জয়েন্টে সমস্যা, ঠায় দাঁড়িয়েছিল দলের বয়জ্যেষ্ঠ! ঘরে ফেরাল জুনিয়র
অসুস্থ হাতিকে ফেরাল কুনকি হাতি
Image Credit source: TV9 Bangla

Follow Us

আলিপুরদুয়ার: বক্সা ব্যাঘ্র প্রকল্পের রায়ডাকের জঙ্গলে এক অসুস্থ হাতির খোঁজ মিলেছে ।হাতিটি মাকনা হাতি। বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব ডিভিশনে নারারথলি বিলের কাছে রায়ডাকের জঙ্গলে বুনোহাতিটি ঠায় এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। হাতিটির বয়স ৪০ বছর। হাতিটির পায়ের জয়েন্টে সমস্যা রয়েছে বলে জানিয়েছেন পশু চিকিৎসকরা। হাতিটি ঠিকমতো হাঁটতেও পারছে না।

বনকর্মীরা টহল দেওয়ার সময় অসুস্থ হাতিটিকে দেখতে পান। তাঁরাই সঙ্গে সঙ্গে বনাধিকারিককে জানান। চিকিৎসক লিটন পালের নেতৃত্বে বক্সা ব্যাঘ্র প্রকল্প থেকে একটি ভেটেনারি টিম ঘটনাস্থলে যায়। ওই টিমটি জঙ্গলে ঢুকে বুনোহাতিটিকে ট্র‍্যাঙ্কুলাইজ করে এবং চিকিৎসা শুরু করে। এসময় বনদফতরের কুনকি হাতি চন্দনকে কাজে লাগানো হয়। চন্দনে সওয়ার হয়ে জঙ্গলে যান বনকর্মী ও চিকিৎসকের দলটি।

এ ব্যাপারে পশু চিকিৎসক লিটন পাল বলেন, অসুস্থ হাতিটির চিকিৎসা করা হয়েছে।
হাতিটিকে বনে ছেড়ে দেওয়া হয়েছে। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত হাতিটিকে পর্যবেক্ষণে রাখা হবে। এ ব্যাপারে বনকর্মীদের একটি দল ওই অসুস্থ হাতিটিকে নজরে রাখবে। বনদফতরের আশা খুব শীঘ্র অসুস্থ হাতিটি সুস্থ হয়ে দলের সঙ্গে মিশে যাবে।

বন দফতরের আধিকারিকরা জানান, হাতিটি অসুস্থ হয়ে পড়ায় ঠিকমতো চলাফেরা করতে পারছিল না। তাই একই জায়গায় দাঁড়িয়েছিল। দলছুট হয়ে পড়ে। জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। আপাতত পর্যবেক্ষণে থাকবে। দ্রুতই দলের সঙ্গে মিশে যাবে সে।

Next Article