Alipurduar: অতর্কিতে হামলা, মহিলা চা শ্রমিকের বুকের জোরে প্রাণ নিয়ে পালাল চিতাবাঘ

Sujit Roy | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 06, 2025 | 8:16 PM

Alipurduar: প্রাণ বাঁচাতে ওই মহিলা হাতে থাকা লাঠি দিয়ে প্রত্যাঘ্যাত করে। শেষমেশ পরপর আঘাতে পালিয়ে যায় চিতাবাঘটি। দুপুরে ঘটনার পরই আক্রান্ত মহিলাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে।

Alipurduar: অতর্কিতে হামলা, মহিলা চা শ্রমিকের বুকের জোরে প্রাণ নিয়ে পালাল চিতাবাঘ
আক্রান্ত মহিলা
Image Credit source: TV9 Bangla

Follow Us

আলিপুরদুয়ার: চিতাবাঘের আক্রমণে আহত মহিলা চা শ্রমিক।আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ঘটনা আলিপুরদুয়ারের মাঝেরডাবড়ি চা বাগান এলাকায়।অল্পের জন্য রক্ষা পেলেন ওই মহিলা চাশ্রমিক। চাপাতা তোলার সময় মাথার উপর ঝাঁপিয়ে পড়ে একটি চিতাবাঘ। মাথাতে কামড়ে দেওয়ার চেষ্টা করে চিতাবাঘটি। ঘাড়ে লাগে নখের আঁচড়।

প্রাণ বাঁচাতে ওই মহিলা হাতে থাকা লাঠি দিয়ে প্রত্যাঘ্যাত করে। শেষমেশ পরপর আঘাতে পালিয়ে যায় চিতাবাঘটি। দুপুরে ঘটনার পরই আক্রান্ত মহিলাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে।

মাঝেরডারড়ি চাবাগানের ম্যানেজার চিন্ময় ধর বলেন,  “চাবাগান টি বক্সা ব্যাঘ্র প্রকল্প লাগোয়া। চিতাবাঘের আনাগোনা রয়েছেই।” এদিন এক মহিলা আক্রান্ত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে চা বাগানে ঘনঘন চিতাবাঘের হামলায় শঙ্কিত চা শ্রমিকরা।

এর আগেও একাধিকবার চা বাগানে চিতাবাঘের ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। আহতও হয়েছেন শ্রমিকরা। কিন্তু এ বিষয়ে কর্তৃপক্ষ ও বনদফতরকে একাধিকবার বিষয়টি জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ।