Alipurduar: ‘আমাকে মৃত্যু দিন…’, রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন চাকরিহারা শিক্ষিকা মৌমিতার

Alipurduar: সূত্রের খবর, এরপর শিক্ষাকর্মীরাও ঠিক একই ভাবে চিঠি লিখে রাষ্ট্রপতির কাছে আবেদন করতে চলেছেন। চাকরিহারা গ্রুপ সি-গ্রুপ ডি কর্মীরা বুধবার দুপুরে আলিপুরদুয়ার কোর্ট পোস্ট অফিসে এসে রাষ্ট্রপতিকে চিঠি পাঠাচ্ছেন।

Alipurduar: আমাকে মৃত্যু দিন..., রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন চাকরিহারা শিক্ষিকা মৌমিতার
চাকরিহারা শিক্ষিকা মৌমিতাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 11, 2025 | 3:04 PM

আলিপুরদুয়ার:  রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানালেন চাকরিহারা এক শিক্ষিকা। মঙ্গলবার দুপুরে রীতিমতো আলিপুরদুয়ার কোর্ট পোস্ট অফিসে গিয়ে চাকরিহারা শিক্ষিকা মৌমিতা পাল এই আবেদন করেন। সূত্রের খবর,  রাজ্যের বিভিন্ন জেলা থেকে চাকরিহারা শিক্ষক -শিক্ষিকারা রাষ্ট্রপতির কাছে মেইল করে আবেদন করেছেন। এদিন ফের রেজিস্ট্রার করে সেই আবেদনের চিঠি পাঠিয়ে দিয়েছেন এই শিক্ষিকা। মৌমিতা বলেন, “আমরা রাষ্ট্রপতির কাছে আমাদের স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানালাম। আসলে আমাদের পরিস্থিতিটাই বলতে চাই। চাকরি হারিয়ে পথে বসেছি আমরা।”

সূত্রের খবর, এরপর শিক্ষাকর্মীরাও ঠিক একই ভাবে চিঠি লিখে রাষ্ট্রপতির কাছে আবেদন করতে চলেছেন। চাকরিহারা গ্রুপ সি-গ্রুপ ডি কর্মীরা বুধবার দুপুরে আলিপুরদুয়ার কোর্ট পোস্ট অফিসে এসে রাষ্ট্রপতিকে চিঠি পাঠাচ্ছেন।
উল্লেখ্য ২৯ মে দেশের প্রধানমন্ত্রী আলিপুরদুয়ার শহরে আসার পূর্বে সংসদ এবং জেলাশাসকের কাছে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য আবেদন করেছিলেন আলিপুরদুয়ারের চাকরিহারা শিক্ষক -শিক্ষিকারা। যদিও পরবর্তীতে প্রধানমন্ত্রী দফতর থেকে সেই অনুমতি দেওয়া হয়নি। এরপর চাকরিহারা শিক্ষকরা শেষ পর্যন্ত এই পথই বেছে নিয়েছেন বলে জানিয়েছেন একাংশ শিক্ষক -শিক্ষিকারা।

এরপর বুধবার একই ভাবে বেশকিছু অশিক্ষক চাকরিহারা কর্মীরা রাষ্ট্রপতির কাছে আবেদন করে পোস্ট অফিসে গিয়ে রেজিষ্ট্রি করেন। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যেই নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। যদিও সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টে হয়েছে মামলা। এদিকে, নতুন করে আর পরীক্ষায় বসবেন না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন চাকরিহারা শিক্ষকরা। এবার স্বেচ্ছামৃত্যুর আবেদন জানাচ্ছেন তাঁরা।