Alipurduar: চা বাগান থেকে পূর্ণ বয়স্ক চিতাবাঘের দেহ উদ্ধার, চাঞ্চল্য

Sujit Roy | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 03, 2024 | 4:59 PM

Alipurduar: বনদফতর সূত্রে খবর, দেহটি মাঝ বয়সী মহিলা চিতাবাঘের। চিকিৎসকরা জানিয়েছেন,  চিতাবাঘটির দেহ কোনও আঘাতের চিহ্ন নেই। তাহলে কী থেকে মৃত্যু, তা নিয়ে সন্ধিহান চিকিৎসকরাও।

Alipurduar: চা বাগান থেকে পূর্ণ বয়স্ক চিতাবাঘের দেহ উদ্ধার, চাঞ্চল্য
চিতাবাঘের দেহ উদ্ধার
Image Credit source: TV9 Bangla

Follow Us

আলিপুরদুয়ার: একটি পূর্ণবয়ষ্ক চিতাবাঘের মৃতদেহ উদ্ধার হল। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ারের মেচপাড়া চা বাগানে। মঙ্গলবার সকালে বাগানের সাত নম্বর সেকশনে চা বাগানে নালায় একটি চিতাবাঘের মৃতদেহ দেখতে পেয়ে বাগানের শ্রমিকরা বনদফতরে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা। চিতাবাঘের দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

বনদফতর সূত্রে খবর, দেহটি মাঝ বয়সী মহিলা চিতাবাঘের। চিকিৎসকরা জানিয়েছেন,  চিতাবাঘটির দেহ কোনও আঘাতের চিহ্ন নেই। তাহলে কী থেকে মৃত্যু, তা নিয়ে সন্ধিহান চিকিৎসকরাও। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই বিষয়টা স্পষ্ট হবে বলে জানিয়েছেন তিনি।  দেহটি ময়নাতদন্তের জন্য রাজাভাতখাওয়ায় পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই মেটেলি ব্লকের ধূপঝোড়া এলাকার কায়েত পাড়া এলাকায় চা বাগানে লাগানো কাঁটাতারে বেড়ায় চিতাবাঘ আটকে যায়। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে খবর দেয় বন দফতরে। ধূপঝোড়া বিট ও খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা ঘটনাস্থলে যান। বনকর্মীরা গিয়ে ঘুম পাড়ানি গুলি করে সেই চিতা বাঘকে কাবু করে। প্রাথমিক চিকিৎসার পর ফের তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

Next Article