আলিপুরদুয়ার: স্কুলে এসেই অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসা করানোরও সময় মেলেনি। স্কুলেই অসুস্থ হয়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর। ওই ছাত্রীর নাম অনুষ্কা দেব নাথ।
ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের নিউটাউন গার্লস হাইস্কুলে। তাঁর বাড়ি আলিপুরদুয়ার পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের সারদাপল্লিতে। স্কুলের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা। ঘটনাস্থলে পুলিশ। ছাত্রীর দেহটি ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, স্কুলে যাওয়ার সময়ে অনুষ্কার শারীরিক অবস্থা ভালই ছিল। তবে তার শ্বাসকষ্টের সমস্যা ছিল। এ সময়ে পরীক্ষা চলে। তাই স্কুল ছুটি করেনি সে। স্কুলের তরফে জানানো হচ্ছে, ক্লাস চলাকালীনই আচমকা শ্বাসকষ্ট শুরু হয় ওই ছাত্রীর।
প্রথমে সহপাঠীরাই বিষয়টি দেখতে পায়। শিক্ষিকাদের জানানো হয়। স্কুলেই প্রথমে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। তারপর অবস্থায় অবনতি হওয়ায় তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
পরিবারকে বিষয়টি জানানো হয়। অভিভাবক স্কুলে আসেন। খবর চাউর হতে স্কুলে জড়ো হন অন্যান্য অভিভাবকরাও। শেষ পাওয়া খবর অনুযায়ী, স্কুলের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা। ভিতরে আটকে রয়েছেন শিক্ষিকারা।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। স্কুল পরিচালন কমিটির সভাপতি মৃদুল গোস্বামী জানান, ওই ছাত্রী অসুস্থ ছিল। তবে এটা দুঃখজনক ঘটনা। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।কিন্ত শেষ রক্ষা হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদিও পরিবারের তরফে এখনও কোনও অভিযোগ করা হয়নি।