NRC: ফের বাংলায় এল NRC-র নোটিস, এবার কোথায়?

Alipurduar: প্রতিটি ব্লকে ব্লকে এনআরসি নিয়ে মিছিল ও পথসভা করবে তৃণমূল। এর জেরে আগামী ২৯ জুলাই ফালাকাটার জটেশ্বরে এন আর সি নিয়ে পথসভা ও মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে শাসক দল।

NRC: ফের বাংলায় এল NRC-র নোটিস, এবার কোথায়?
NRC পেলেন মহিলাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 26, 2025 | 8:37 PM

আলিপুরদুয়ার: কোচবিহারের পর আলিপুরদুয়ার! সেখানে জটেশ্বরে এক গৃহবধূর কাছে এনআরসি-র নোটিস আসায় এবার এটা নিয়ে ময়দানে নামছে তৃণমূল। শনিবার এ নিয়ে আলিপুরদুয়ার তৃণমূলের দলীয় দফতরে ম্যারাথন বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এনআরসি নিয়ে আন্দোলনে নামার প্রস্তাব গৃহীত হয়েছে। প্রতিটি ব্লকে ব্লকে এনআরসি নিয়ে মিছিল ও পথসভা করবে তৃণমূল। এর জেরে আগামী ২৯ জুলাই ফালাকাটার জটেশ্বরে এন আর সি নিয়ে পথসভা ও মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে শাসক দল।

তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিক বড়াইক সাফ জানান, “অসম বাংলা সীমান্ত থেকে এই আন্দোলন চলবে। আমরা এটা নিয়ে প্রতিবাদ জানাচ্ছি।” ফালাকাটার জটেশ্বরের গৃহবধূ অঞ্জলি শীল সাফ জানিয়েছেন, “আমি আগেও কোনও দলে ছিলাম না।এ খন ও নেই। আমি নিজেই বিষয়টি দেখব। এটা তো প্রমাণ করতে হবে।”

অঞ্জলি শীল এনআরসি নোটিস পেয়েছেন। আর এই নোটিস পাওয়ার পর তার পাশে থাকার বার্তা দিয়েছে শাসক ও গেরুয়া শিবির। ছাব্বিশের আগেই এই রাজ্যে এনআরসি নিয়ে তপ্ত আলিপুরদুয়ার।