আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারে ভূতুড়ে ভোটার নিয়ে দ্বিধাবিভক্ত দলের বক্তব্য। শুক্রবার আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক তথা তৃনমূল নেতা সৌরভ চক্রবর্তী বলেন, “কয়েক বস্তা ভুয়ো ভোটারের তালিকা নিয়ে নির্বাচন কমিশনের কাছে যাব। ভুয়ো ভোটারের জন্য ২০১৯, ২০২১,২০২৪-এ আমরা হেরেছি। ভুয়ো ভোটারের বিষয়টি তদন্ত হওয়া উচিত। রিভিউ হওয়া উচিত। এর বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া উচিত।”
তিনি বলেন, “ঝাড়খণ্ড ও অসমের লক্ষাধিক ভুয়ো ভোটার এখানে রয়েছেন। তাদের নাম ২০১৯ ও ২০২১ এ তোলা হয়েছে। আমরা নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন তুলব? এই তিন বছরে বিজেপি জিতল কী করে? এগুলিকে বাতিলের দাবি করা হবে।”
তাঁর আরও বক্তব্য, ভুয়ো এবং মৃত ভোটারদের নাম এখন ও তালিকায় জ্বল জ্বল করছে। নির্বাচনের সময় ইলেকশন কমিশন একটা তালিকা প্রকাশ করে। যার মধ্যে অনেক ভুয়ো ও মৃত ভোটার রয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, লোকসভা ও বিধানসভায় এ নিয়ে জয় পরাজয় নির্ভর করে। কয়েক লক্ষ ভুয়ো ভোটার রয়েছে। এটা নিয়ে মামলা করা উচিত।
আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক বস্তা ভর্তি ভুয়ো ভোটারের তালিকা নিয়ে নির্বাচন কমিশনে যাবেন বলেও জানিয়েছেন। বর্তমান দলবদলু বিধায়ক সুমন কাঞ্জিলালের দাবি করেছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ মত ভূতুড়ে ভোটার নিয়ে স্ক্রিনিং হচ্ছে। বহু ভূতুড়ে ভোটার আছেন। সেই সংখ্যা কত, তা তিনি জানাতে পারেননি।
ফলে আলিপুরদুয়ারে ভূতুড়ে ভোটার নিয়ে বর্তমান ও প্রাক্তন বিধায়কের মধ্যে দ্বন্দ ফের প্রকাশ্যে। একজন কোর কমিটিতে রয়েছেন। ভূতুড়ে ভোটার নিয়ে এখন জমজমাট আলিপুরদুয়ারের রাজনীতি।