Alipurduar: ৩০ ফুট গর্তে নেমে মাটি চাপা পড়লেন শ্রমিক, ৬ ঘণ্টা পর দেহ উদ্ধার
Alipurduar: জানা গিয়েছে, আলিপুরদুয়ারের ফালাকাটা শহরের হাটখোলা এলাকায় বিমল সাহার বাড়িতে শৌচালয়ের জন্য কুয়োর পাত বসানোর কাজ করছিলেন বিনোদ বর্মণ নামে ওই শ্রমিক। বিমল সাহা পেশায় চাল ব্যবসায়ী। সোমবার মাটি খননের কাজ করছিলেন তিনি। প্রায় ত্রিশ ফুট নিচে মাটি চাপা পড়ে যান তিনি।
আলিপুরদুয়ার: কাজ করতে গিয়ে মাটি চাপা পড়লেন এক শ্রমিক। সোমবারই নদিয়ার পৌরসভার পাইপলাইনে কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছিল এক শ্রমিকের। এবার আলিপুরদুয়ারে কুয়োর পাত বসাতে গিয়ে ধসে চাপা পড়ে গেলেন ওই যুবক। ৬ ঘণ্টা পর তাঁর মৃতদেহ উদ্ধার হয়। মঙ্গলবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠাবে পুলিশ।
জানা গিয়েছে, আলিপুরদুয়ারের ফালাকাটা শহরের হাটখোলা এলাকায় বিমল সাহার বাড়িতে শৌচালয়ের জন্য কুয়োর পাত বসানোর কাজ করছিলেন বিনোদ বর্মণ নামে ওই শ্রমিক। বিমল সাহা পেশায় চাল ব্যবসায়ী। সোমবার মাটি খননের কাজ করছিলেন তিনি। প্রায় ত্রিশ ফুট নিচে মাটি চাপা পড়ে যান তিনি।
এই ঘটনার খবর পেয়েই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। দমকলকর্মীদের নিয়ে দুর্ঘটনাস্থলে আসেন ফালাকাটা থানার আইসি সমিত তালুকদার। আর্থ মুভার দিয়ে ধসে যাওয়া মাটি সরিয়ে ওই শ্রমিককে উদ্ধার কাজ শুরু হয়। ডাকা হয় সশস্ত্র সীমাবলের জওয়ানদের। শেষমেশ ৬ ঘণ্টা পর উদ্ধার করা হয় তাঁকে। ততক্ষণে অবশ্য সব শেষ। ওই শ্রমিকের নিথর দেহ উদ্ধার করা হয়। কান্নায় ভেঙে পড়েন পরিজনরা।