Alipurduar: জেলা পরিষদের ওয়েবসাইট খুলতেই ফুটে উঠল পাকিস্তানি পতাকা

Alipurduar: শুক্রবার জেলা পরিষদের ওয়েবসাইট খুলতেই দেখা যায় পাকিস্তানের পতাকা। সেখানে আবার বলা হয়েছে, ডিজিটাল ইন্ডিয়া গড়ার স্বপ্ন অধরা থাকবে। ভারতকে এই ব্যাপারে কড়া বার্তা দেওয়া হয়েছে কার্যত। পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, "আমি জানি না। খোঁজ নিয়ে দেখছি।"

Alipurduar: জেলা পরিষদের ওয়েবসাইট খুলতেই ফুটে উঠল পাকিস্তানি পতাকা
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 11, 2025 | 2:25 PM

আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের পর এবার আলিপুরদুয়ার জেলাপরিষদের ওয়েবসাইটেও পাকিস্তানি হ্যাকারদের হানা। পুরো ঘটনার কথা স্বীকার করেছেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব। ওয়েবসাইট খুললেই দেখা যাচ্ছে পাকিস্তানি পতাকা ও বেশ কিছু লেখা।

জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব বলেন, ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তাঁরা বলেছেন, শনিবার সকালের মধ্যে সব ঠিক হয়ে যাবে। গুরুতর কিছু হয়নি। বিষয়টি সাইবার ক্রাইমে জানানো হয়েছে। প্রসঙ্গে পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, “আমি জানি না। খোঁজ নিয়ে দেখছি।” পরপর একই রকম ঘটনায় আলিপুরদুয়ার প্রশাসনিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।

শুক্রবার জেলা পরিষদের ওয়েবসাইট খুলতেই দেখা যায় পাকিস্তানের পতাকা। সেখানে আবার বলা হয়েছে, ডিজিটাল ইন্ডিয়া গড়ার স্বপ্ন অধরা থাকবে। ভারতকে এই ব্যাপারে কড়া বার্তা দেওয়া হয়েছে কার্যত।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার কয়েকদিনের মধ্যে এবার জম্মু ও কাশ্মীরে সেনা নার্সিং কলেজের ওয়েবসাইট হ্যাক করে পাকিস্তানের হ্যাকাররা। ‘টিম ইনসেন পিকে’ নামে ওই হ্যাকার গ্রুপ সেনা নার্সিং কলেজের ওয়েবসাইটটি হ্যাক করে। হ্যাক করার পর ঘৃণামূলক বক্তব্য লেখা হয় ওই ওয়েবসাইটে।