Alipurduar: জামাইয়ের দিকে তেড়ে গেলেন ক্ষিপ্ত শ্বশুরমশাই! তারপরই কেলেঙ্কারি…

Sujit Roy | Edited By: Soumya Saha

Jun 23, 2024 | 8:10 PM

Alipurduar: কামাখ্যাগুড়ি সুপার মার্কেট এলাকায় বাড়ি অরবিন্দ বিশ্বাসের। জানা যাচ্ছে, শনিবার বিকেলে শ্বশুর-শাশুড়ি গিয়েছিলেন জামাইয়ের বাড়ি। সেখানেই পুরনো পাওনা-গন্ডা নিয়ে জামাইয়ের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শ্বশুর। বাক-বিতণ্ডার মাঝেই হাতের কাছে থাকা বাটাম দিয়ে জামাইয়ের মাথায় আঘাত করেন তিনি।

Alipurduar: জামাইয়ের দিকে তেড়ে গেলেন ক্ষিপ্ত শ্বশুরমশাই! তারপরই কেলেঙ্কারি...
ক্ষিপ্র গতিতে জামাইয়ের উপর হামলার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে
Image Credit source: TV9 Bangla

Follow Us

আলিপুরদুয়ার: পুরনো পাওনা-গন্ডা নিয়ে ঝামেলা। তার জেরেই ক্ষিপ্র গতিতে জামাইয়ের উপর হামলার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে। জানা যাচ্ছে, হাতের কাছে থাকা একটি বাটাম দিয়ে জামাইয়ের মাথায় আঘাত করেন শ্বশুরমশাই। পরে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ। মৃত ওই ব্যক্তির নাম অরবিন্দ বিশ্বাস। বয়স ৩৩ বছর। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ি সুপারমার্কেট এলাকায়।

কামাখ্যাগুড়ি সুপার মার্কেট এলাকায় বাড়ি অরবিন্দ বিশ্বাসের। জানা যাচ্ছে, শনিবার বিকেলে শ্বশুর-শাশুড়ি গিয়েছিলেন জামাইয়ের বাড়ি। সেখানেই পুরনো পাওনা-গন্ডা নিয়ে জামাইয়ের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শ্বশুর। বাক-বিতণ্ডার মাঝেই হাতের কাছে থাকা বাটাম দিয়ে জামাইয়ের মাথায় আঘাত করেন তিনি। গুরুতর চোট পেয়ে অচৈতন্য হয়ে পড়ে যান অরবিন্দ। এরপর দীর্ঘক্ষণ ওইভাবেই বাড়িতে ফেলে রাখা হয়েছিল তাঁকে। পরে গত সন্ধেয় কামাখ্যাগুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরিস্থিতি বুঝে চিকিৎসকরা তাঁকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করে দেন। এরপর শনিবার রাতেই হাসপাতালে মৃত্যু হয় অরবিন্দর।

জানা যাচ্ছে, অরবিন্দ মদ্যপ অবস্থায় ছিল, এই কথা বলে শ্বশুরবাড়ির লোকেরা ডেথ সার্টিফিকেট-সহ দেহ নিয়ে বাড়ি ফিরে যায়। কিন্তু অরবিন্দর বাড়ির লোকজন তা মানতে নারাজ। ফলে দেহটি ফের ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানোর দাবি তুলতে থাকেন তাঁরা। সেই মতো রবিবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে মৃতের ময়নাতদন্ত হয়। এদিকে গোটা অভিযোগের ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্ত শ্বশুরেরও খোঁজ নেই এলাকায়। পুলিশ তাঁর খোঁজ চালাচ্ছে বলে জানা যাচ্ছে।

Next Article