Alipurduar: স্লিপ নিয়েও দিচ্ছে না রেশন, তুমুল বিক্ষোভ আলিপুরদুয়ারে

Sujit Roy | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 15, 2024 | 8:50 PM

Alipurduar: গত ১৫ নম্বর ওয়ার্ডের দেড়শো বাসিন্দা মীনা পাল নামের এক রেশন ডিলারের কাছ থেকে রেশন সংগ্রহ করেন। তাঁর দুই ছেলে এই রেশন দোকান চালান। দীর্ঘদিন ধরে স্লিপ ধরিয়ে দেওয়া হচ্ছে গ্রাহকদের। কিন্তু রেশন দেওয়া হচ্ছে।

Alipurduar: স্লিপ নিয়েও দিচ্ছে না রেশন, তুমুল বিক্ষোভ আলিপুরদুয়ারে
আলিপুরদুয়ারে বিক্ষোভ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

আলিপুরদুয়ার: রেশন দোকানে বিক্ষোভ। বরাদ্ধ রেশন না পেয়ে বিক্ষোভ বাসিন্দাদের। আলিপুরদুয়ারের ১৫ নম্বর ওয়ার্ডের বকরিবাড়িতে। অভিযোগ, রেশন না দিয়ে তা বাইরে বিক্রি করা হয়েছে। তাই মিলছে না রেশন।আঙুলের ছাপ দিয়ে স্লিপ ধরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু মাসের পর মাস রেশন পাচ্ছেন না গ্রাহকরা।

গত ১৫ নম্বর ওয়ার্ডের দেড়শো বাসিন্দা মীনা পাল নামের এক রেশন ডিলারের কাছ থেকে রেশন সংগ্রহ করেন। তাঁর দুই ছেলে এই রেশন দোকান চালান। দীর্ঘদিন ধরে স্লিপ ধরিয়ে দেওয়া হচ্ছে গ্রাহকদের। কিন্তু রেশন দেওয়া হচ্ছে।

রবিবার রেশন না পেয়ে বিক্ষোভে সামিল হন ওই এলাকার গ্রাহকরা। ঘটনাস্থলে আসেন রেশনের ডিস্ট্রিবিউটার ও স্থানীয় কাউন্সিলর। কিন্তু সমস্যা মেটেনি। ডিস্ট্রিবিউটরের বক্তব্য, সব বরাদ্ধ মাল দেওয়া হয়।কিন্তু রেশন ডিলার সেই মাল গ্রাহকদের দিতে পাচ্ছেন না। খাদ্য দফতরকে বিষয়টি জানানো হয়েছে। কাউন্সিলর এলাকায় এসে সমস্যার কথা স্বীকার করছেন।

এ দিকে, রেশন ডিলারের বক্তব্যে প্রচুর অসঙ্গতি ধরা পড়েছে। ডিস্ট্রিবিউটর পর্যাপ্ত মাল দিলেও তিনি কেন গ্রাহকদের তা দিতে পাচ্ছেন না। রেশনের বরাদ্ধ মাল কোথায় যাচ্ছে তা তিনি পরিষ্কার করে জানাতে পারেননি। স্বাভাবিক ভাবেই রেশন ডিলার এ হেন কাজে ক্ষুদ্ধ বাসিন্দারা। যদিও, এ ব্যাপারে খাদ্য নিয়ামক কি ব্যবস্থা নেন সেদিকে তাকিয়ে গ্রাহকরা।

Next Article