আলিপুরদুয়ার: চব্বিশের লোকসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করেনি বিজেপি। তারপর থেকে বিজেপির সঙ্গে দূরত্ব বেড়েছে তাঁর। এমনকি, মাস দুয়েক আগে মাদারিহাট বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনেও তৃণমূল প্রার্থীর সঙ্গে তাঁকে দেখা গিয়েছে। এবার কি তৃণমূলে যোগ দেবেন প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লা? জল্পনা আরও বাড়ার কারণ, বৃহস্পতিবার আলিপুরদুয়ারের সুভাষিণী চা বাগানের মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকছেন তিনি। এই নিয়ে কী বলছেন প্রাক্তন বিজেপি সাংসদ?
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বৃহস্পতিবার ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জন বার্লা। মঙ্গলবারও দিল্লিতে রয়েছেন তিনি। বুধবার সকালে দিল্লি থেকে উত্তরবঙ্গে পৌঁছবেন। পরদিন যোগ দেবেন মুখ্য়মন্ত্রীর ওই সরকারি সহায়তা প্রদান অনুষ্ঠানে।
তার আগে এদিন তাৎপর্যপূর্ণভাবে আলিপুরদুয়ারের প্রাক্তন এই সাংসদ অভিযোগ করেন, উত্তরবঙ্গের উন্নয়ন আটকাচ্ছে বিজেপি। উত্তরবঙ্গের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখছেন তিনি।
জন বার্লার তৃণমূলে যাওয়া নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। তবে প্রাক্তন এই সাংসদ বলছেন, “সময় উত্তর দেবে। আমি সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে যোগ দিতে যাচ্ছি। রাজনীতির বিষয়ে কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।” ফলে তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিলেন না আলিপুরদুয়ারের এই শ্রমিক নেতা।
মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে জন বার্লার উপস্থিত থাকা নিয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “প্রোগ্রামটা তো সরকারি। আমি এই নিয়ে কী বলব।” উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে জন বার্লার অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, “জন বার্লার অভিযোগের আমি কী উত্তর দেব। তবে দিল্লিতে উনি স্ত্রীর অসুস্থতার জন্য রয়েছেন। এবং বিজেপি সাংসদ রাজু বিস্তার বাড়িতে রয়েছেন বলে আমি জানি।”