AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বার্লার কেন্দ্রে ক্রমেই ভাঙন পদ্মের, ফের ‘উদরপূর্তি’ ঘাসফুলের

Post Poll Joining: আলিপুরদুয়ারে বিজেপি (BJP) জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই তাসের ঘরের মতো ভাঙতে শুরু করেছে গেরুয়া শিবির।

বার্লার কেন্দ্রে ক্রমেই ভাঙন পদ্মের, ফের 'উদরপূর্তি' ঘাসফুলের
নিজস্ব চিত্র
| Updated on: Jun 26, 2021 | 7:45 PM
Share

আলিপুরদুয়ার:  উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে যখন সোচ্চার বিজেপি (BJP) সাংসদ জন বার্লা, তখন তাঁরই কেন্দ্রে ভাঙন ধরছে পদ্ম শিবিরে। রোজই ‘উদরপূর্তি’ হচ্ছে ঘাসফুলের। একে একে বিজেপি ছেড়ে অনেকেই যোগ দিচ্ছেন তৃণমূলে। বিজেপি রাজ্য় সভাপতি  দিলীপ ঘোষের আগমনের ২৪ ঘণ্টা আগেই  শনিবার, কালচিনি সাবিত্রী ধর্মশালায় তৃণমূলের সভায়, বিজেপি এস টি মোর্চা জেলা সভাপতি কমল লামা, সম্পাদক সনিতা লামা-সহ জয়ঁগা এলাকার এগারো জন বিজেপির পঞ্চায়েত সদস্য তৃণমূলে (TMC) যোগদান করেন। আগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের আলিপুরদুয়ার জেলা কো-অর্ডিনেটর পাশাং লামা।

আলিপুরদুয়ারে বিজেপি (BJP) জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই তাসের ঘরের মতো ভাঙতে শুরু করেছে গেরুয়া শিবির। গত সোমবারই বিজেপি থেকে তৃণমূলে (TMC) যোগ দিয়েছিলেন গঙ্গাপ্রসাদ-সহ আটজন তৃণমূল নেতৃত্ব। বিশেষ করে  গঙ্গাপ্রসাদের গড় কালচিনিতে কার্যত  ধসে পড়েছে বিজেপি। শনিবারের যোগদান প্রসঙ্গে, তৃণমূল কো-অর্ডিনেটর পাশাং লামা বলেন, “মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেন। মমতাদি যা কথা দিয়েছেন তা রেখেছেন। ফলে, মানুষ দলে যোগ দিচ্ছে।”

বিজেপি থেকে তৃণমূলে যোগদান প্রসঙ্গে, বিজেপির সাধারণ সম্পাদক তথা আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন, “শাসকদল এখন দল ভাঙানোর খেলায় মেতেছে। এতে, আখেরে বিজেপির কোন ক্ষতি হবেনা। সাময়িকভাবে ধাক্কা খেলেও বিজেপি তা কাটিয়ে ওঠার চেষ্টা করবে।” উল্লেখ্য, রাজনৈতিক দলগুলির অন্দরে গুঞ্জন, ইতিমধ্যেই বিজেপি থেকে তৃণমূলে আসার জন্য পা বাড়িয়ে রেখেছেন তিন বিধায়ক। কানাঘুষো শোনা গিয়েছে, সেই তালিকায় থাকতে পারেন খোদ সুমন কাঞ্জিলালও। তবে এ প্রসঙ্গে, মুখ কুলুপ এঁটেছে দল।

রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপি লক্ষ্য পূরণ না করতে পারলেও আলিপুরদুয়ারে পদ্মফুলের (BJP) দাপট দেখা গিয়েছে। তারপরেও বিজেপি নেতাদের ঘাসফুলে যোগদান নজর কেড়েছে রাজনৈতিক মহলের। যদিও, তৃণমূলে যোগদানকারী নেতাদের দাবি, নির্বাচন আবহে দিল্লির নেতৃত্বের ‘কড়াকড়ি’ পছন্দ হয়নি। কিন্তু, নির্বাচনের সময়ে দল ছাড়লে ‘গদ্দার’ তকমা পড়ে যেত বলেই দল ছাড়েননি তাঁরা। যদিও, এই ভাঙন নিয়ে বিশেষ ভাবতে রাজি নয় গেরুয়া শিবির। আগামী ২৯ জুন বিজেপির রাজ্য কার্যকরী কমিটির বৈঠকে পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বিজেপি জেলা নেতৃত্ব।

আরও পড়ুন: ‘আকাশে মেঘ করলেও বিজেপি সিবিআই তদন্ত চাইবে’, ভুয়ো টিকাকাণ্ডে পদ্ম শিবিরকে কটাক্ষ কাঞ্চনের