ডুয়ার্স: ফের চা বাগানের ধারাল ব্লেড তারের বেড়ায় আটকে আহত হল চিতা বাঘ। চা বাগানে লাগানো নিষিদ্ধ ব্লেড কাঁটা তারের বেড়ায় আটকে পড়ে চিতাবাঘটি।ক্ষতবিক্ষত হয় দেহ। ঘটনায় চাঞ্চল্য মাল নদী চা বাগান এলাকায়।
রবিবার রাত ৯টা নাগাদ চা বাগানের বাসিন্দারা চিতা বাঘের গর্জন শুনতে পান। এরপর বাগানের বাসিন্দারা গিয়ে দেখতে পান, একটি চিতা বাঘ ব্লেড তারের মধ্যে আটকে ছটফট করছে। খবর চাউর হতেই প্রচুর মানুষ ভিড় জমান। খবর দেওয়া হয় মালবাজার ওয়াইল্ডলাই স্কোয়াডের কর্মীদের। দীর্ঘ প্রচেষ্টার পর প্রায় রাত ১২টা নাগাদ সেই চিতা বাঘটিকে উদ্ধার করে বনকর্মীরা নিয়ে যান।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফের একবার প্রশ্নের মুখে বনদফতরের ভূমিকা। যেখানে বারবার বনদফতর তরফে বলা হচ্ছে, চা বাগানগুলি থেকে ব্লেড তার খুলে দেওয়া হয়েছে, সে জায়গায় ফের একবার সেই চা বাগানেই কাটা তারে আটকে পড়ে চিতাবাঘ।
এর আগে এমন ধরনের ঘটনার পর বনদফতরের নির্দেশে ধারাল ব্লেড তারের বেড়া খুলতে শুরু করে বাগান কর্তৃপক্ষ। কিছুদিন আগে কাঁটা তার পেরোতে গিয়ে আহত হয় চিতাবাঘ। তা নিয়ে নড়েচড়ে বসে বনদফতর। গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন বড়দিঘি চা বাগানে লাগানো নিষিদ্ধ ব্লেড তারের বেড়া খুলে ফেলার কাজ শুরু করে বাগান কর্তৃপক্ষ।