Durga Puja 2021: মাত্র ৮ ইঞ্চি! ক্ষুদ্রতম দুর্গাপ্রতিমা বানিয়ে নজির গড়ল ন’বছরের দীপ
Alipurduar: দীপের তৈরি দুর্গাপ্রতিমার মধ্যে দুর্গা-সহ রয়েছে সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশও রয়েছে। রয়েছে বাহনেরাও। ছোট্ট দীপের দুর্গাপ্রতিমা দেখতে দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন অনেকে।
আলিপুরদুয়ার: করোনার জন্য বন্ধ স্কুল। পড়াশোনার সেভাবে চাপ নেই। তাই অবসর সময়ে ছবি আঁকা, হাতের কাজেই মন দিয়েছিল চতুর্থ শ্রেণির দীপ। এইভাবেই ধীরে ধীরে সে বানিয়ে ফেলেছে আস্ত একচালার দুর্গাপ্রতিমা। ভাবছেন নিশ্চই মাপে অনেক বড় সেই মূর্তি? একদমই নয়। বরং, ক্ষুদ্রতম বললেও অত্যুুক্তি হবে না। হ্যাঁ, মাত্র আট ইঞ্চির দুর্গাপ্রতিমা বানিয়ে নজির গড়েছে এই খুদে।
দীপের তৈরি দুর্গাপ্রতিমার মধ্যে দুর্গা-সহ রয়েছে সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশও রয়েছে। রয়েছে বাহনেরাও। ছোট্ট দীপের দুর্গাপ্রতিমা দেখতে দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন অনেকে। প্রতিবেশীরাও সাধুবাদ জানিয়েছেন খুদের কীর্তিকে। দীপের বাড়ি গিয়ে দেখা যায়, এক নাগাড়ে সে কাজ করে যাচ্ছে। আপাতত কাজ শেষ করাই লক্ষ্য তার। তুলির শেষ টানে ধীরে ধীরে ফুটে উঠছে মায়ের মুখ। তবে চক্ষুদান হয়নি। মহালয়ার দিন দেবীপক্ষের সূচনায় মূর্তিতে চোখ খোদাই করবে দীপ এমনটাই জানিয়েছে সে।
আলিপুরদুয়ার শহর সংলগ্ন ভোলারডাবরির মোদক পাড়ার বাসিন্দা সুষেণ চক্রবর্তীর ছোট ছেলে দীপ। স্থানীয় স্কুলেই ক্লাস ফোরের ছাত্র সে। দীপের বাবা সুষেণ চক্রবর্তী জানিয়েছেন, ছোট থেকেই দীপের হাতের কাজে খুব ঝোঁক। বেশ পারদর্শী ছবি আঁকাতেও। সেখান থেকেই সে একদিন আচমকাই বলে দুর্গাপ্রতিমা বানাবে। সুষেণবাবুর কথায়, “ছেলে হঠাত্ করেই বলেছিল। আমিও দেখলাম এখন পড়াশোনার চাপ কম। করুক। যা ভালবাসে। এমনিতেই ওর হাতের কাজে খুব আগ্রহ। তাই আর না করিনি। নিজেই সব জিনিস কিনে এনে দিয়েছি। তারপর দেখলাম মূর্তি বানিয়েছে।”
দীপের বাবা পেশায় পুরোহিত। ছোট থেকেই তাই দেবদেবীর ছবি দেখতে, চিনতে কষ্ট হয়নি তার। বরাবরই ছবি আঁকতে ভালাবাসা দীপ ইতিমধ্যেই প্রশিক্ষণ নিচ্ছে। তার ড্রয়িং খাতায় শোভা পেয়েছে একাধিক দেবদেবীর ছবি। পোর্ট্রেটেই নাকি তার সবচেয়ে বেশি আগ্রহ। প্রতিমা তৈরির সরঞ্জাম হাতে পাওয়ার পরেই দীপ দুর্গা মূর্তি গড়ার কাজ শুরু করে। একচালার মধ্যে সে ইতিমধ্যেই প্রতিমা তৈরি করে ফেলেছে। স্থানীয় একটি মহিলা পরিচালিত পুজোমণ্ডপে দীপের তৈরি দুর্গা প্রতিমা সাজিয়ে রাখা হবে। তার তৈরি খুদে দুর্গা প্রতিমা দেখতে এখন রোজ ভিড় হচ্ছে মোদক পাড়ার চক্রবর্তী বাড়িতে।
আরও পড়ুন: Jagdeep Dhankhar: বাপুর জন্মদিনে মুখ্যমন্ত্রীকে ‘গণতন্ত্রের ফুল’ ফোটানোর বার্তা ধনখড়ের
আরও পড়ুন: Coal Scam: বাড়ল মেয়াদ, আরও ৩ দিন সিবিআই হেফাজতে লালার ‘ছায়াসঙ্গী’ জয়দেব