Elephant: হাতির তাণ্ডব আলিপুরদুয়ারে, বনকর্মীদের ঘিরে রাখলেন স্থানীয়রা

Sujit Roy | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 31, 2024 | 1:57 PM

Elephant: মাদারিহাট মেঘনাদ সাহা নগড় এলাকায় হাতির হানা নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। প্রায়ই জঙ্গল থেকে হাতির দল এসে এলাকায় তাণ্ডব চালায়। এলাকার বাসিন্দাদের দাবি স্থায়ী সমাধান করুক বনদফতর। এদিন মাদারিহাট রেঞ্জ অফিসার ও বনকর্মীরা এলাকায় গেলে এলাকার বাসিন্দারা তাদের ঘিরে ক্ষোভ দেখায় ও স্থায়ী সমাধানের দাবি তোলে।

Elephant: হাতির তাণ্ডব আলিপুরদুয়ারে, বনকর্মীদের ঘিরে রাখলেন স্থানীয়রা
আলিপুরদুয়ারে হাতির তাণ্ডব
Image Credit source: Tv9 Bangla

Follow Us

আলিপুরদুয়ার: উৎসবের মেজাজে বনে রয়েছে বাংলা। তবে তার মধ্যেই বুনো হাতির আতঙ্কে ভুগছেন উত্তরবঙ্গের লোকজন। লাগাতার একদল হাতি তাণ্ডব চালাচ্ছে সেখানে। আর এলাকায় পরিদর্শনে যেতেই গ্রামবাসীদের হাতে আটক রেঞ্জার ও বনকর্মীরা। তাদের ঘেরাও করে কার্যত বিক্ষোভ দেখানো হল।

মাদারিহাট মেঘনাদ সাহা নগড় এলাকায় হাতির হানা নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। প্রায়ই জঙ্গল থেকে হাতির দল এসে এলাকায় তাণ্ডব চালায়। এলাকার বাসিন্দাদের দাবি স্থায়ী সমাধান করুক বনদফতর। এদিন মাদারিহাট রেঞ্জ অফিসার ও বনকর্মীরা এলাকায় গেলে এলাকার বাসিন্দারা তাদের ঘিরে ক্ষোভ দেখায় ও স্থায়ী সমাধানের দাবি তোলে। বাসিন্দারা জানান যতক্ষণ উদ্ধৃতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে না আসবেন ততক্ষণ বনকর্মীদের ও রেঞ্জ অফিসারকে আটকে রাখবেন।

ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা বলেন, “রোজ রোজ হাতির হানা হচ্ছে। আমরা চাইছি এর একটা উপায় কিছু বের করুক বন দফতর। যাতে আমরা হাতির হানা থেকে মুক্তি পাই।” আরও এক এলাকাবাসী বলেন, “আমাদের শস্য নষ্ট হয়েছে। রাত্রে প্রাণভয়ে বেরতে পারছি না। কী করব বুঝতে পারছি না। বনদফতরকে কিছু একটা করতেই হবে।”

Next Article