Alipurduar: প্রায় ২ বছর পর কবর থেকে তোলা হল আসমদের দেহ!

Alipurduar: গত ২০২৩ সালে এপ্রিল মাসে ভুটানের ওয়াংদি এলাকায় শ্রমিকের কাজ করতে গিয়ে মৃত্যু হয় আসমদ আলির (২০)। তিনি আলিপুরদুয়ারের জয়গাঁর গুয়াবাড়ি এলাকার বাসিন্দা। আসমদের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সেই সময় তিনি আত্মঘাতী হয়েছেন বলেও দাবি করা হচ্ছিল বলে পরিবার তরফে।

Alipurduar: প্রায় ২ বছর পর কবর থেকে তোলা হল আসমদের দেহ!
খোঁড়া হল কবরImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 18, 2025 | 6:14 PM

আলিপুরদুয়ার: আদালতের নির্দেশে কবরস্থ দেহ ওঠানো হল তদন্তের জন্য। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্তবর্তী জয়ঁগা এলাকার ঘটনা। আজ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ কবরস্থ মৃতদেহ তোলে।

প্রায় দু’বছর আগে মৃত্যু হয়েছিল ছেলের। কিন্তু ছেলের মৃত্যুর আসল কারণ জানতে কলকাতা হাইকোর্টে আর্জি জানায় মৃতের মা। সেই মোতাবেক মৃতের পরিবারের পক্ষে রায় দিয়ে মঙ্গলবার সেই কবরস্থ দেহ তুলে তদন্তের নির্দেশ দিল আদালত।

গত ২০২৩ সালে এপ্রিল মাসে ভুটানের ওয়াংদি এলাকায় শ্রমিকের কাজ করতে গিয়ে মৃত্যু হয় আসমদ আলির (২০)। তিনি আলিপুরদুয়ারের জয়গাঁর গুয়াবাড়ি এলাকার বাসিন্দা। আসমদের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সেই সময় তিনি আত্মঘাতী হয়েছেন বলেও দাবি করা হচ্ছিল বলে পরিবার তরফে।

একমাত্র ছেলেকে হারিয়ে জ্ঞান হারিয়েছিলেন মৃতের মা আসিরুল বিবি। পরিবারের সম্মতিতেই সমাধিস্থ করা হয় তার দেহ। তবে ছেলের এরূপ মৃত্যু কিছুতেই মেনে নিতে পারেনি তাঁর মা। দেহ সমাধিস্থ করা হলেও ছেলের মৃত্যু নিয়ে কিছু লোকানো হচ্ছিলো বলে দাবি মৃতের মায়ের। এরপরই এ ঘটনার সত্যতা জানতে প্রথমে থানায় অভিযোগ করতে যান তিনি। তবে সেখানে কোনও অভিযোগই নেওয়া হয়নি বলে অভিযোগ মৃতের পরিবারের। শেষে বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা। সেখান থেকে মঙ্গলবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবরস্থ দেহ তোলা হয়। মৃতের মা বলেন, “আমি আশা করছি ন্যায় বিচার পাব। ও ভুটানে শ্রমিকের কাজ করত। বলা হয়েছিল আত্মহত্যা করেছে।”