Murder: সামান্য নারকেল পাড়া নিয়ে ঝামেলা, বাবাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ ছেলেরে বিরুদ্ধে
Murder: নারকেল পাড়া নিয়ে বাবা ছেলের মধ্যে বেশ কিছু সময় বচসাও হয় বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। মোহন লোহোরা ছেলে সাগর লোহোরাকে বকাবকিও করেন। অভিযোগ, এরপরই রেগে গিয়ে কুড়োল নিয়ে বাবার মাথায় কোপ মারেন সাগর। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বাবা।

আলিপুরদুয়ার: নারকেল পাড়া নিয়ে ঝামেলা। কিন্তু কে জানত তাকে কেন্দ্র করেই একেবারে রক্তারক্তি কাণ্ড ঘটে যাবে। বাবাকে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে আলিপুরদুয়ারের কুমারগ্রাম চা বাগানের মিশন লাইন এলাকায়। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে কাজ সেরে স্ত্রী নিয়ে বাড়ি ফিরছিলেন মোহন লোহোরা নামে এক ব্যক্তি। সেই সময় বাড়িতেই ছিল একমাত্র ছেলে সাগর লোহোরা। এদিকে বাড়িতে গিয়ে দেখেন সব নারকেল উধাও। সন্দেহ গিয়ে পড়ে ছেলের উপর।
নারকেল পাড়া নিয়ে বাবা ছেলের মধ্যে বেশ কিছু সময় বচসাও হয় বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। মোহন লোহোরা ছেলে সাগর লোহোরাকে বকাবকিও করেন। অভিযোগ, এরপরই রেগে গিয়ে কুড়োল নিয়ে বাবার মাথায় কোপ মারেন সাগর। ছেলেকে বাধা দিয়ে গিয়ে চোট পান সাগরের মা-ও। চিৎকার-চেঁচামেচি শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়রাই রক্তাক্ত অবস্থায় মোহন লোহারাকে উদ্ধার করে কুমারগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর যায় পুলিশে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায়। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে। ঘটনায় শোকের ছায়া এলাকায়।





