Alipurduar: লোকালয়ে হঠাৎ ঢুকল বিশালাকায় ভল্লুক, ঘাপটি মেরে লুকিয়েছিল নদীর ধারে

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Dec 02, 2022 | 8:27 PM

Himalayan Black Bear: শুক্রবার সকাল প্রায় ১১টা নাগাদ ওই ভল্লুকের দর্শন মেলে। শেষ পর্যন্ত ভল্লুকটিকে উদ্ধার করে নিয়ে যান বনকর্মীরা। সেটিকে রাজাভাতখাওয়ায় প্রাথমিক চিকিৎসার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

Alipurduar: লোকালয়ে হঠাৎ ঢুকল বিশালাকায় ভল্লুক, ঘাপটি মেরে লুকিয়েছিল নদীর ধারে
বাঁ দিকে - প্রতীকী ছবি, ডান দিকে - জালে করে নিয়ে যাওয়া হচ্ছে উদ্ধার হওয়া ভল্লুক

Follow Us

আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারে (Alipurduar) ফের ভল্লুকের দর্শন। আলিপুরদুয়ারের মাঝেরডাবড়ি চা বাগানের কাছে দেখা মিলল হিমালয়ান ব্ল্যাক বিয়ারের (Himalayan Black Bear)। স্থানীয় গ্রামবাসীরা নদীর ধারে জঙ্গলে দেখতে পান ভল্লুকটিকে। ওই ভল্লুকটিকে দেখতে পেয়েই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিক ও বনকর্মীদের। শুক্রবার সকাল প্রায় ১১টা নাগাদ ওই ভল্লুকের দর্শন মেলে। এদিকে ঘটনার খবর পাওয়ার পর দ্রুত সেখানে এসে পৌঁছান বনকর্মীরা। শেষ পর্যন্ত ভল্লুকটিকে উদ্ধার করে নিয়ে যান তাঁরা। সেটিকে রাজাভাতখাওয়ায় প্রাথমিক চিকিৎসার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

ওই ভল্লুকটিকে ধরতে বেশ সমস্যায় পড়তে হয় বনকর্মীদের। রীতিমতো নাজেহাল অবস্থা। ভল্লুকটিকে ধরার জন্য জাল দিয়ে ঝোপের ওই এলাকাটিকে ঘিরে ফেলেন বনকর্মীরা। কিন্তু তার মধ্যেও সমস্যা। একবার সেই জাল ছিঁড়ে পালিয়েও গিয়েছিল ভল্লুকটি। তারপর শেষ পর্যন্ত ঘুমপাড়ানি গুলি করে ভল্লুকটিকে উদ্ধার করেন বনদফতরের কর্মীরা। উদ্ধার হওয়া ওই ভল্লুকটির বয়স আনুমানিক দুই-আড়াই বছর বলেই জানাচ্ছেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের এডিএফও রবিকান্ত ঝাঁ। রাজভাতখাওয়ায় নিয়ে গিয়ে শারীরিক পরীক্ষা করে দেখা হবে, যদি কোথাও কোনও আঘাত থাকে, সেগুলির চিকিৎসা করে আবার গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে সেটিকে।

উল্লেখ্য, আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্তে এর আগেও একাধিকবার ভল্লুকের দর্শন মিলেছিল। অতীতে প্রায় পাঁচ-ছয় বার জেলার বিভিন্ন জায়গায় ভল্লুক দেখা গিয়েছিল। এবার ফের আলিপুরদুয়ারের লোকালয়ে দেখা মিলল হিমালয়ান ব্ল্যাক বিয়ারের। অনুমান করা হচ্ছে, যেহেতু এখন শীত পড়তে শুরু করেছে, সেই কারণেই পাহাড় থেকে নেমে ক্রমশ নীচু এলাকার জনপদের দিকে চলে আসতে শুরু করছে হিমালয়ান ব্ল্যাক বিয়ারের দল। বন আধিকারিকরা শীতের মরশুমে এমন লোকালয়ে চলে আসার ঘটনা খুব একটা অস্বাভাবিক মনে না করলেও ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। স্থানীয় মানুষজনের মধ্যে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাকে কেন্দ্র করে।

Next Article