আলিপুরদুয়ার : ভয়াবহ দুর্ঘটনা জলদাপাড়া জাতীয় উদ্যানে। এলাকা দখলের লড়াইয়ে মত্ত দুই গন্ডার আচমকাই উঠে আসে জঙ্গল পথে। ঠিক তখনই ওই বনপথ ধরে যাচ্ছিল একটি পর্যটক বোঝাই সাফারি কার। জিপসিটি দেখা মাত্রই দুই গন্ডারের (Attack of Rhinos) সমস্ত রোষ গিয়ে পড়ে ওই জিপসির উপর। চোখের নিমেষে গাড়িটিকে বনপথের পাশের নর্দমায় উল্টে দেয় দুই গন্ডার। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন জিপসি চালক-সহ মোট সাত জন। প্রত্যেককেই তড়িঘড়ি উদ্ধার করে মাদারিহাট স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এদিকে জলদাপাড়ার ইতিহাসে গন্ডারদের ওই ধরনের বেপরোয়া আক্রমণের কোনও নজির নেই। প্রাথমিক চিকিৎসার পর আহতদের অনেককে ছেড়ে দেওয়া হলেও ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয়েছে।
ইতিমধ্যেই এ ঘটনার একটি ভিডিও সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে সামনে চলেছে একটি জিপসি। পিছনে একটি বাইক। তার পিছনে আরও একটি গাড়ি। সেটি থেকেই সম্ভবত ভিডিও করা হয়েছে। দেখা যাচ্ছে সামনে থাকা গাড়িটির সামনে আচমকা উঠে এল দুটি বিশালাকার গন্ডার। কিছু বুঝে ওঠার আগেই গাড়িটিকে তারা পিছনে ঠেলতে শুরু করে। ভয়ে চিৎকার শুরু করে দেন গাড়িতে থাকা যাত্রীরা। যদিও তাঁদের চিৎকারকে ফুৎকারে উড়িয়ে দিয়ে ঠেলে পাশের জমিতে ফেলে দেয় আস্ত গাড়ি। এ দৃশ্য দেখে ততক্ষণে পিছনে থাকা বাইক ও অন্য গাড়িটি এলাকা ছেড়ে পালাতে শুরু করেছে।
ঘটনায় অল্প আহত হয়েছেন গাড়ির চালক কমল গাজি। প্রাথমিক চিকিৎসার পর হাসাপাতাল থেকে ছাড়া পেলেও এখনও আতঙ্কে রয়েছেন তিনি। ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “আমরা তো গাড়ি নিয়ে সাফারিতে যাচ্ছিলাম। আচমকা সামনে থেকে শুনলাম গন্ডার দেখা যাচ্ছে। অনেকেই দেখতে চাইছিল। গাড়ি আস্তেই চলছিল। তখনই রাস্তার পাশ থেকে গন্ডারদুটো উঠে এল। আমরা গাড়ি পিছতে শুরু করলেও রক্ষা পাইনি। খানিক পড়েই গাড়িটি রাস্তার পাশে উল্টে যায়। আমার ঘাড়ে, হাতে মারাত্মক চোট লেগেছে।”
আলিপুরদুয়ার : ভয়াবহ দুর্ঘটনা জলদাপাড়া জাতীয় উদ্যানে। এলাকা দখলের লড়াইয়ে মত্ত দুই গন্ডার আচমকাই উঠে আসে জঙ্গল পথে। ঠিক তখনই ওই বনপথ ধরে যাচ্ছিল একটি পর্যটক বোঝাই সাফারি কার। জিপসিটি দেখা মাত্রই দুই গন্ডারের (Attack of Rhinos) সমস্ত রোষ গিয়ে পড়ে ওই জিপসির উপর। চোখের নিমেষে গাড়িটিকে বনপথের পাশের নর্দমায় উল্টে দেয় দুই গন্ডার। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন জিপসি চালক-সহ মোট সাত জন। প্রত্যেককেই তড়িঘড়ি উদ্ধার করে মাদারিহাট স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এদিকে জলদাপাড়ার ইতিহাসে গন্ডারদের ওই ধরনের বেপরোয়া আক্রমণের কোনও নজির নেই। প্রাথমিক চিকিৎসার পর আহতদের অনেককে ছেড়ে দেওয়া হলেও ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয়েছে।
ইতিমধ্যেই এ ঘটনার একটি ভিডিও সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে সামনে চলেছে একটি জিপসি। পিছনে একটি বাইক। তার পিছনে আরও একটি গাড়ি। সেটি থেকেই সম্ভবত ভিডিও করা হয়েছে। দেখা যাচ্ছে সামনে থাকা গাড়িটির সামনে আচমকা উঠে এল দুটি বিশালাকার গন্ডার। কিছু বুঝে ওঠার আগেই গাড়িটিকে তারা পিছনে ঠেলতে শুরু করে। ভয়ে চিৎকার শুরু করে দেন গাড়িতে থাকা যাত্রীরা। যদিও তাঁদের চিৎকারকে ফুৎকারে উড়িয়ে দিয়ে ঠেলে পাশের জমিতে ফেলে দেয় আস্ত গাড়ি। এ দৃশ্য দেখে ততক্ষণে পিছনে থাকা বাইক ও অন্য গাড়িটি এলাকা ছেড়ে পালাতে শুরু করেছে।
ঘটনায় অল্প আহত হয়েছেন গাড়ির চালক কমল গাজি। প্রাথমিক চিকিৎসার পর হাসাপাতাল থেকে ছাড়া পেলেও এখনও আতঙ্কে রয়েছেন তিনি। ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “আমরা তো গাড়ি নিয়ে সাফারিতে যাচ্ছিলাম। আচমকা সামনে থেকে শুনলাম গন্ডার দেখা যাচ্ছে। অনেকেই দেখতে চাইছিল। গাড়ি আস্তেই চলছিল। তখনই রাস্তার পাশ থেকে গন্ডারদুটো উঠে এল। আমরা গাড়ি পিছতে শুরু করলেও রক্ষা পাইনি। খানিক পড়েই গাড়িটি রাস্তার পাশে উল্টে যায়। আমার ঘাড়ে, হাতে মারাত্মক চোট লেগেছে।”