আলিপুরদুয়ার: ফের চিতাবাঘের আতঙ্ক আলিপুরদুয়ারে। রবিবার চিতাবাঘ হত্যার ঘটনার পরদিন সোমবার বিকালে আবারও চিতাবাঘের আতঙ্ক ফালাকাটায়। ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রামপঞ্চায়েতের দক্ষিণ দেওগাঁও এলাকায় এদিন বিকালে বাড়ি থেকে ছাগল টেনে নিয়ে যায় চিতাবাঘ। এমন ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার দলগাঁও বস্তিতে একটি চিতাবাঘের মৃতদেহ উদ্ধার হয়। শ্বাসরোধ হয়ে ওই চিতাবাঘটির মৃত্যু হয়েছে বলে বনদফতর সূত্রের খবর।
এদিন বিকালে স্থানীয় বাসিন্দা মফিদুল ইসলামের বাড়ির পাশ থেকে একটি ছাগল টেনে নিয়ে যায় চিতাবাঘ। মফিদুলের বক্তব্য, প্রথমে তিনি বিষয়টি বুঝতে পারেননি। তাঁর ভাইয়ের স্ত্রী সাজিদা বেগম বিষয়টি নজরে আনেন। ছাগলের চিৎকারের আওয়াজ শুনতে পান তিনি। এরপরই বাড়ি থেকে বেরিয়ে ছুটে যান সামনে ধানক্ষেতের দিকে। কিছুটা একটা গোলমাল হয়েছে আন্দাজ করে বাড়িতে ফিরে আসেন।
চিৎকার চেঁচামেচি করে লোকজন জড়ো করেন সাজিদা। এরপরই সকলে মিলে গিয়ে দেখেন একটি চিতাবাঘ ছাগলকে ধরে টানাটানি করছে। যদিও স্থানীয়দের তাড়া খেয়ে ধানক্ষেতের মধ্যেই গা ঢাকা দেয় চিতাবাঘটি। সাজিদার কথায়, “আমি বাসন মাজছিলাম। হঠাৎ শুনি ছাগল চিৎকার করছে। বাসন ফেলে দৌড়ে আসি। এসে দেখছি ধানের ক্ষেতের মাঝে ছাগলটাকে। গোঙাচ্ছে। ক্ষেতের মধ্যে কিছু একটা যেন তোলপাড় করছে। ভয়ে বাড়ি গিয়ে লোকজন ডেকে আনি। তারপরই সকলে মিলে এসে দেখি চিতাবাঘ। তাড়া খেয়ে পরে পালায়। ছাগলের থেকে একটু বড় চিতাবাঘ।” পরে মাদারিহাট রেঞ্জের অন্তর্গত দক্ষিণ খয়েরবাড়ির বিটের বন কর্মীরা এলাকায় আসেন।