আলিপুরদুয়ার: প্রথম দফায় ভোট হয়ে গিয়েছে আলিপুরদুয়ারে। শাসকদল ও প্রধান বিরোধী বিজেপির দুই প্রার্থী এবার ভিন জেলায় প্রচারের মুখ। তৃণমূল প্রার্থী প্রকাশচিক বরাইক ও বিজেপির মনোজ টিজ্ঞাকে ভোট প্রচারে কাজে লাগাচ্ছে তাঁদের দল। প্রকাশচিক বরাইক ইতিমধ্যেই মালদহে। বালুরঘাট ও রায়গঞ্জে প্রচার শেষে বিজেপি প্রার্থী মনোজ টিজ্ঞা আপাতত কলকাতায়। ২৭ এপ্রিল বাড়ি ফেরার কথা তাঁর। ১ মে তিনিও মালদহে যাবেন বলেই খবর।
এমনও নানা মহলে শোনা যাচ্ছে, আদিবাসী অধ্যুষিত এলাকায় আলিপুরদুয়ারের দুই হেভিওয়েট প্রার্থীকে প্রচারে কাজে লাগানো হতে পারে। প্রকাশ শনিবার থেকে মালদহ দক্ষিণে আদিবাসী অধ্যুষিত এলাকায় প্রচার শুরু করেছেন। বিজেপির মনোজ টিজ্ঞা ১ মে মালদহ যাচ্ছেন। দলীয় প্রার্থীর হয়ে মালদহ উত্তরে প্রচার করবেন তিনি।
তৃণমূল সূত্রে খবর, মালদহের পর ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলাগুলিতেও প্রচারের দায়িত্ব দেওয়া হবে প্রকাশচিক বরাইককে। প্রকাশ বলেন, “প্রার্থীর হয়ে আপাতত মালদহতে প্রচারে আছি। পরে দল যেখানে পাঠাবে বা যা দায়িত্ব দেবে তা পালন করব।” একই বক্তব্য মনোজ টিজ্ঞারও। দল যা নির্দেশ দেবে, সেইমতোই প্রচার চালাবেন।