আলিপুরদুয়ার: জেলা সভাপতি হওয়ার পর প্রথমবার দলীয় কার্যালয়ে গেলেন বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়ক মনোজ টিজ্ঞা। সাংগঠনিক রদবদলের পর এবার আলিপুরদুয়ার জেলায় দলের রাশ নিজের হাতে নিলেন মনোজ। আলিপুরদুয়ারে বিজেপির দফতরে তিনি পৌঁছতেই এদিন তিনি ভাসলেন কর্মীদের সম্বর্ধনায়। মনে করা হচ্ছে তিনি সভাপতি হওয়ায় বাড়তি অক্সিজেন পেলেন কর্মীরা।
সোমবার জেলায় বিজেপির দলীয় কার্যালয় ছিল ভিড়ে ঠাসা। আলিপুরদুয়ারের সংগঠনকে নতুন করে জায়গা করে দিতেই মনোজ টিজ্ঞা একেবারে উঠে পড়ে নামবেন। এদিন তাঁর কথাতেই তা স্পষ্ট হয়েছে। অন্যদিকে মনোজ আসার সঙ্গে সঙ্গে ক্ষমতা থেকে ছিটকে গেলেন ভূষণ মোদক। এবার পঞ্চায়েত নির্বাচনে তিনি প্রার্থী হলেও মাত্র এক ভোটে হেরে গিয়েছেন।
এদিন দলীয় কর্মীদের দেখে মনে হয়েছে, মনোজকে পেয়েই অনেকটা স্বস্তিতে রয়েছেন তাঁরা। দু বারের বিধায়ক মনোজ টিজ্ঞা। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে তাঁকেই চেয়ারে বসাল শীর্ষ নেতৃত্ব। আবেগ প্রকাশ করে বিজেপি নেতা জানিয়েছেন, এই পদে থেকে তিনি দলের জন্য কিছু করতে চাইছেন।
২০২৪ এ রাজ্যে ৩৫ টি আসন বিজেপি পাবে বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন পঞ্চায়েত নির্বাচন নিয়ে। মনোজ টিজ্ঞা বলেন, ‘এটা ভোট হয়েছে? ভোট লুঠ হয়েছে।’